178Tbps স্পিডে হাজির বিশ্বের দ্রুততম ইন্টারনেট


 গেমবাজ ডেস্ক: সারা বিশ্বে সবচেয়ে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। এবার বিশ্বের দ্রুততম ইন্টারনেট স্পিডের রেকর্ড করলেন লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কত স্পিড? 178 Tbps

বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ...178 Tbps স্পিডের ইন্টারনেটের রেকর্ড করেছেন লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর ড. লিদিয়া গ্যালদিনো ও তাঁর টিম। প্রসঙ্গত, এর আগে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। রেকর্ড ছিল 44.2 Tbps এর। তবে লন্ডনের বিশেষজ্ঞরা তা ভেঙে চারগুণ দ্রুত ইন্টারনেট ব্যবহার করে দেখালেন।



ইন্টারনেটের উচ্চ গতি প্রাপ্তির জন্য স্ট্যান্ডার্ড অপটিক ফাইবারের পরিবর্তে হাই রেঞ্জের ওয়েভলেনথ ব্যবহার করেছেন গবেষকরা। এছাড়াও সিগন্যাল বুস্ট করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর এভাবেই আবার বেরিয়ে এলো 178 Tbps এর ইন্টারনেট স্পিড।