গাড়ির দাম কমতে পারে ৩০% পর্যন্ত, জানুন সরকারের নয়া সিদ্ধান্ত গাড়ি ও বাইকের দামের ওপর




গেমবাজ ডেস্ক: ভারত সরকার নিয়ে এলো নয়া সিদ্ধান্ত যার ফলে প্রত্যেক গ্রাহক গাড়ি কিনতে পারবে ৩০% পর্যন্ত কম গাড়ির দাম দিয়ে। ভারত সরকার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে গতি আনতে আগামী মাসে দেশে Vehicle Scrap Policy আনতে চলেছে। এই পলিসি সমস্ত ১৫ বছরের পুরনো চার চাকা, তিন চাকা বা দুই চাকা যেকোনো যানবাহনের জন্য প্রযোজ্য। এই পলিসি এলে যেমন ভারতের অর্থনীতি উন্নত হবে, তেমনি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন ঘটবে। গ্রাহকরা আগের তুলনায় ৩০ শতাংশ কম মূল্যে নতুন যানবাহন কিনতে পারবে। সেই সাথে পুরনো যানবাহনের ব্যবহার কম হলে পরিবেশ দূষণ প্রায় ২৫ শতাংশ কমতে পারে। যার ফলে একদিকে গ্রাহকেরও সুবিধা হবে এবং অন্যদিকে পরিবেশও দূষণমুক্ত থাকবে।

আরও, জানানো হয়েছে ১৫ বছরের পুরোনো গাড়িকে গ্রাহকদের ব্যবহার করতে দেওয়া হবে না। দেশের রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রকের এক সিনিয়র অফিসার বলেছেন, ভারতে Vehicle Scrap Policy এর মাধ্যমে ১৫ বছরের পুরনো গাড়ি গুলি যাতেনা গ্রাহকরা ব্যবহার করে তার ব্যবস্থা করা হবে। গাড়ি পুরনো হয়ে গেলে গ্রাহকরা গাড়ির জাঙ্ক ইয়ার্ডে বা স্ক্র্যাপ ইয়ার্ডে বিক্রি করতে পারবেন। নতুন গাড়ির রেজিস্ট্রেশন বাবদ দাম আগের তুলনায় কমবে কিন্তু পুরনো গাড়ির রেজিস্ট্রেশন করতে প্রায় দ্বিগুণ খরচ করতে হবে। ফলস্বরূপ নতুন গাড়ি কিনতে এখন খরচ অনেকটাই কমবে। এর জন্য নতুন গাড়ির চাহিদা বাড়বে ও অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিছুটা হলেও গতি পাবে। সেই সাথে নতুন গাড়ির জাঙ্ক ইয়ার্ডে অনেক কর্মীর কর্মসংস্থান হবে এই কোভিড ১৯ প্যানডেমিক পরিস্থিতিতে। সর্বসাকুল্যে এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। কেননা ভারতের অর্থনীতিতে এখন প্রচুর পরিমাণে চাপ পড়ছে।