আপনি কি জানেন পিন ছাড়াই এই ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে তোলা যায় টাকা, সাবধান হোন




গেমবাজ ডেস্ক: যত দিন যাচ্ছে ততই আমরা নানান যন্ত্রপাতির মুখোমুখি হচ্ছি। ভারতের প্রযুক্তির উন্নতি হচ্ছে, আর সেই কারণে নতুন নতুন প্রযুক্তিগত যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এখনকার দিনে Wi-Fi ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এর প্রচলন বাড়ছে। তবে আপনার কাছে যদি এইধরণের ক্রেডিট ও ডেবিট কার্ড থাকে তাহলে সাবধান হোন। কারণ এই ধরণের কার্ড থেকে কোনো পিন ছাড়াই ২,০০০ টাকা পর্যন্ত তোলা যায়। যে কারণে একটু অসাবধান হলেই আপনি টাকা খোয়াতে পারেন। ফলে আপনার জেনে রাখা উচিত কিভাবে Wi-Fi ক্রেডিট ও ডেবিট কার্ড প্রতারণা এড়ানো যায়। তবে, নামে ওয়াইফাই কার্ড বলে এটা কিন্তু ওয়াইফাই থেকে কোনপ্রকার কাজ করে না।

তাহলে বলে রাখা দরকার এই ধরণের কার্ডকে আরএফআইডি ব্লকিং ওয়ালেটে রাখা সবচেয়ে সুরক্ষিত। এছাড়াও আপনি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে রাখতে পারেন। অথবা মেটাল ওয়ালেট ব্যবহার করতে পারেন। আবার কোনো দোকানে বা মলে গিয়ে কার্ডটি ব্যবহার করার সময়, নিজে হাতেই সোয়াইপ করুন এবং কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হল মেসেজে দেখে নেবেন। কারণ এর সঙ্গে পিনের কোন সম্পর্ক থাকে না।