ফেসবুক নিয়ে এল ‘ক্যাম্পাস’ ফিচার স্টুডেন্টদের জন্য, এবার সোশ্যাল মিডিয়ায় হবে পড়াশুনা



গেমবাজ ডেস্ক: ভারতে প্রায় সাত মাস ধরে স্কুল-কলেজ সব সবকিছু বন্ধ রয়েছে। পড়ুয়ারা এখন অনলাইন ক্লাসের ভরসায় পড়াশোনা এগিয়ে চলেছে। আর এই অনলাইন ক্লাস করতে তাদের সাহায্য করছে জুম নামক একটি অ্যাপ্লিকেশন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল Facebook। বর্তমানে ভারতে প্রায় ৩০০ মিলিয়নের কাছাকাছি মানুষ ফেসবুক ব্যবহার করেন। অন্যদিকে ইউজারদের সন্তুষ্ট রাখতে প্রায়ই নতুন ফিচার নিয়ে হাজির হয় ফেসবুক। যেমন পড়ুয়া ইউজারদের জন্য ফেসবুক নিয়ে এসেছে ক্যাম্পাস (Campus) নামে একটি নতুন সেকশন। এটি ব্যবহার করে কোনো কলেজের শিক্ষার্থী, তার সহপাঠী বা অন্যান্য কলেজের শিক্ষার্থীর সাথে পড়াশোনা বা প্রতিষ্ঠান সংক্রান্ত আলোচনা করতে বা কথা বলতে পারবে।

তবে, Facebook Campus সেকশন অ্যাক্সেস করতে, শিক্ষার্থীদের তাদের সক্রিয় এবং প্রতিষ্ঠানের সাথে যুক্ত মেল অ্যাড্রেস এবং তাদের কোর্স সেশন লিঙ্ক করতে হবে। এছাড়া, তাদের এই বিভাগটির জন্য একটি বিশেষ প্রোফাইল তৈরি করতে হবে যেখানে তাদের মেলের প্রোফাইল ফটো এবং কভার ফটোটি ব্যবহৃত হবে। এই সেকশনে ইউজাররা নিজের প্রোফাইলে কোনো ক্লাস অ্যাড বা রিমুভ করতে, নিজেদের ঠিকানা যুক্ত করতে কিংবা আরো বিভিন্ন তথ্য যুক্ত করতে পারবে।