Mi Smart Speaker লঞ্চ হবে ২৯ সেপ্টেম্বর ভারতে, দাম থাকবে হাতের নাগালে



গেমবাজ ডেস্ক:  বিখ্যাত একটি চীনা মোবাইল কোম্পানি শাওমি ভারতের বাজারে তাদের ব্যবসা বিশাল প্রসার করেছে। সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন এই কোম্পানির। এছাড়াও এই কোম্পানি অন্যান্য জিনিসপত্র বানিয়ে থাকে। তবে এবার কোম্পানি “Smarter Living 2021” ইভেন্টে Mi Smart 4 এবং Mi Watch Revolve লঞ্চ করবে। 

 

তবে এছাড়াও শাওমি এই ইভেন্টে আরও একটি ডিভাইস লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। যে ডিভাইসের নাম XiaoAI Speaker Art (Mi Smart Speaker)। আজ কোম্পানি একটি টুইট করে এমনই ইঙ্গিত দিয়েছে। আশা করা হচ্ছে তাঁদের ইভেন্টে দুটোই জিনিস একসাথে লঞ্চ হবে।


এছাড়া কোম্পানির তরফ থেকে জানা গেছে যে এই স্পিকারের দাম থাকবে হাতের নাগালে। যে কেউ চাইলে এটি কিনতে পারে। এটি ব্লুটুথ সাপোর্ট হবে মোবাইল এর সঙ্গে কানেক্ট করে এটি চালানো যাবে। তাছাড়া বেশ কয়েকটি ফিচার দেওয়া হবে এরমধ্যে যা এটিতে অন্য স্পিকারের থেকে আলাদা করে তুলবে।