PUBG না খেলতে পারাই, মানসিক অবসাদে আত্মঘাতী হল কল্যাণীতে আইটিআই ছাত্র


গেমবাজ ডেস্ক: পাবজি মোবাইল সহ ১১৮ টি মোবাইল অ্যাপ্লিকেশন ভারতে নিষিদ্ধ করা হয়েছে। আর এই Ban হবার পরেই কল্যাণীতে আত্মঘাতী হল আইটিআই ছাত্র। জানা গেছে পাবজি (PUBG) গেমের নেশায় মত্ত থাকত ছাত্রটি। বন্ধ হয়েছে সেই খেলা। তারপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল নদিয়ার কল্যাণীর আইটিআইয়ের ওই ছাত্র। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম প্রীতম হালদার। বয়স একুশের আশেপাশে। তাঁর বাড়ি চাকদহ থানার পূর্ব লালপুর এলাকায়। পাবজি খেলতে খুবই ভালবাসতে প্রীতম।

আর এরপরই শুক্রবার দুপুরে ওই যুবকের মা দেখেন ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলছে ছেলেটি। মায়ের একটি শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগান প্রীতম। ওই দৃশ্য দেখেই চিৎকার করতে শুরু করেন প্রীতমের মা। তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। তাঁদের মাধ্যমেই চাকদহ থানায় পুলিশ ঘটনার খবর পায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। কী কারণে ওই যুবক আত্মহত্যার সিদ্ধান্ত নিল, তা জানতে পুলিশ যুবকের মায়ের সঙ্গে কথা বলেন। নিহত প্রীতমের মা বলেন, “ছেলে কেন আত্মহত্যা করল, তা আমি জানি না। তবে ও পাবজি গেম খেলত। গেম বন্ধ হওয়ার পর ছেলের মন খারাপ ছিল। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে। তবে পাবজি কি তার আত্মহত্যার কারণ সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।