5G সাপোর্টের সাথে আসছে Realme Q সিরিজের নতুন ফোন, দেখে নিন

 


গেমবাজ ডেস্ক: রিয়েলমি ভারতে প্রায় প্রত্যেক মাসে দুটো থেকে তিনটে ফোন লঞ্চ করে। যার মধ্যে কয়েকটি মিডরেঞ্জ ফোন আবার কয়েকটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন। তবে, Realme এবার Q সিরিজের নতুন একটি ফোন আনার পরিকল্পনা নিয়েছে। আসলে আজ চীনের সার্টিফিকেশন সাইট TENAA তে RMX2117 মডেল নম্বরের সাথে রিয়েলমি একটি ফোনকে দেখা গেছে। 

 

এই ফোনটিকেই রিয়েলমি কিউ সিরিজের নতুন ফোন হবে বলে মনে করা হচ্ছে। যদিও ফোনটির নাম এখনও জানা যায়নি, তবে টিনা তে ফোনটির প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। যার দ্বারা অনুমান করা হচ্ছে এটি Q সিরিজের ফোন হবে। Realme এর Q সিরিজের নতুন ফোনে থাকবে 5G সাপোর্টে সাথে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। 

 

এই ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।  এতে ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড হবে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটির ওজন হবে ১৯৪ গ্রাম। এটি সিলভার, ব্লু, ব্ল্যাক ও গ্রে কালারে বাজারে আসবে। তবে শুধু অপেক্ষা কবে এটি ভারতে লঞ্চ হবে।