৪০০০ টাকায় 5G স্মার্টফোন দেবে রিলায়েন্স জিও, ফোনগুলি হবে মেড ইন ইন্ডিয়া

 


গেমবাজ ডেস্ক:  ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। আর প্রত্যেক গ্রাহক রিলায়েন্স জিওকে ছেড়ে অন্য কোন কোম্পানির প্ল্যান নিতে স্বচ্ছন্দ বোধ করে না। ভারতের বাজারে রিলায়েন্স জিওর রমরমা বজায় রয়েছে। তার মূল কারণ হল রিলায়েন্স জিও ছাড়া অন্য কোম্পানির সমস্ত ট্যারিফ প্ল্যান এর দাম অনেক বেশি এবং তাদের সার্ভিস খুব একটা ভালো নয়। 

 

তবে, এবার স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা নিচ্ছে জিও। যদিও ফোনগুলির দাম বা স্পেসিফিকেশন কিছু জানা যায়নি। তবে Bloomberg এর সম্প্রতি রিপোর্ট থেকে জিও স্মার্টফোন সম্পর্কে আরও কিছু তথ্য উঠে এল। এই রিপোর্টে বলা হয়েছে কোম্পানি তাদের প্রোডাকশন টিমকে আগামী ২ বছরের মধ্যে ২০ কোটি স্মার্টফোন তৈরীর লক্ষ্য দিয়েছে। 

 

তা থেকেই বোঝা যাচ্ছে এত স্মার্ট ফোন নিয়ে নামবে বাজারে জিও। আর তাদের প্রত্যেক বারের মতো দাম রাখবে হাতের নাগালে Reliance আগামী দুইবছরে ১৫-২০ কোটি স্মার্টফোন বিক্রির টার্গেট রেখেছে। আর কোম্পানির সমস্ত স্মার্টফোন মেড ইন ইন্ডিয়া হবে। এরফলে স্থানীয় ফ্যাক্টরিগুলি লাভবান হবে। তবে এখন দেখার বিষয় কবে এই স্মার্টফোনগুলো মার্কেটে লঞ্চ হবে।