স্যামসাং বন্ধ করলো চীনের টিভি উৎপাদন কারখানা, নজরে রয়েছে ভারত




গেমবাজ ডেস্ক: স্যামসাং একটি দক্ষিণ কোরীয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান। এক রিপোর্টে বলা হয়েছে, Samsung ২০১৮ সালেই সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা চীনের উৎপাদন কারখানা বন্ধ করবে। আর সেই কারখানায় এখন ৩০০ জন কর্মচারী কাজ করেন এবং কারখানাটিকে নভেম্বর, ২০২০ তে পুরোপুরি বন্ধ করা হবে। এরসাথে কোম্পানি LCD প্যানেল বানানো বন্ধ করতে পারেও বলে রিপোর্টে দাবি করা হয়েছে। জানানো হয়েছে এবার থেকে Samsung তাদের QLED TV -র জন্য এবার থেকে QD-OLED টেকনোলজি ব্যবহার করতে চায়। আর এর ফলে কিছু মাসের মধ্যে স্যামসাং চিনে তাদের কারখানাটি বন্ধ করে দেবে।

এছাড়াও স্যামসাং বলেছে তারা অন্য প্রযুক্তি QD-OLED প্যানেল তৈরি করবে। LG -র OLED প্রযুক্তির মত Samsung QD-OLED প্যানেলগুলি একইভাবে কাজ করে। স্যামসাং তাদের ‘পরবর্তী প্রজন্মের’ টিভিগুলির জন্য QD-OLED প্যানেল ব্যবহার করে নাম দেবে, microLED TV। আর এই LED TV গুলি পরের বছর মার্কেটে আসতে পারে।