কেন্দ্রকে দিতে হবে ৪.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ভোডাফোনকে, জানুন বিস্তারিত

 


গেমবাজ ডেস্ক: প্রায় কিছুদিন আগে ভোডাফোন আইডিয়া একসাথে মিলিত হয়েছে এবং তাদের নতুন নামকরণ করেছে 'Vi'। এটি করার কারণ দুই সংস্থা একসাথে যোগ হয়ে গ্রাহকদের আরো ভালো পরিষেবা দিতে পারবে। ভোডাফোন আইডিয়া একসাথে Vi রূপে আত্মপ্রকাশ করে। ভোডাফোনের নামে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আদালতে মামলা চলছিল এবং অবশেষে শুক্রবার মামলার ফল এসছে। 

 

মামলার ফল অনুযায়ী,কেন্দ্র সরকারের দাবিমতো ২২১০০ কোটি টাকার রেট্রোস্পেকটিভ ট্যাক্স দিতে হবে না ভোডাফোনকে। এই আইনি লড়াই চলছিল হেগের পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশনে। আদালত জানিয়েছে ভোডাফোনের সাথে নায্য ও যথাযথ আচরণ করা হয়নি। তাই তাদের দীর্ঘদিনের আদালতে চলা মামলার আইনি খরচ বাবদ ৪.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে। এখন বিশাল ক্ষতিপূরণের চাপে পড়ল কেন্দ্র।