Free Fire ও COD Mobile এর ডাউনলোডের হার, PUBG Mobile ব্যানের পড়ে বেড়ে গেছে




গেমবাজ ডেস্ক: ভারত সরকার পাবজি এবং 117 টি চাইনিজ অ্যাপগুলিতে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে।   ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের মতে, মোবাইল অ্যাপ্লিকেশনটি Section 69A of the Information Technology Act, আওতায় নিষিদ্ধ করা হয়েছে । ভারতে PUBG Mobile গেমের বহু ব্যবহারকারী হতাশ হয়ে পরেন এই খবর শুনে। সেই কারনে হতাশা কাঁটাতে তারা PUBG স্বাধেরই অন্য গেমের খোঁজ করছেন। এমন সময় সবার আগে সামনে উঠে আসে Call of Duty Mobile এবং Garena Free Fire এর মতো গেমের। সম্প্রতি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে PUBG ব্যানের পর থেকেই বেড়ে গিয়েছে এই দুটি গেমের ডাউনলোডের হার। প্রত্যেকে পাবজি মোবাইল এর বিকল্প হিসাবে এই দুটি গেমকে তাদের মোবাইলে ডাউনলোড করছে

Entrackr এর রিপোর্ট অনুসারে, Garena Free Fire এবং Call Of Duty: Mobile গেমের ডাউনলোড ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে বিপুল হারে বেড়ে গিয়েছে। রিপোর্ট এ বলা হয়েছে যে এই ডেটা Sensor Tower হতে শেয়ার করা হয়েছে। এই অবস্থাতে Garena Free Fire ২১ লাখ বার ডাউনলোড করা হয়েছে সেখানেই Call of Duty:Mobile ১১.৫ লাখ বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে প্লে স্টোরে Garena Free Fire টপ ফ্রী এবং গ্রাসিং গেমে পরিনত হয়েছে। আর এভাবেই প্রত্যেকে পাবজির বিকল্প হিসাবে এই দুটি গেমকে প্রচুর পরিমাণে খেলছে।