জুম অ্যাপে এল টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ফিচার,এখন আরও সুরক্ষিত আপনার তথ্য




গেমবাজ ডেস্ক: ভারতে প্রায় সাত মাস ধরে স্কুল-কলেজ সব সবকিছু বন্ধ রয়েছে। পড়ুয়ারা এখন অনলাইন ক্লাসের ভরসায় পড়াশোনা এগিয়ে চলেছে। আর এই অনলাইন ক্লাস করতে তাদের সাহায্য করছে জুম নামক একটি অ্যাপ্লিকেশন। তবে, এই জুম অ্যাপ সুরক্ষিত নয় বলে অনেক সময় জানা গেছে। Zoom অ্যাপটি নিয়ে প্রথমদিকে বেশ কিছু বিতর্ক হলেও, এটি অনেকেরই পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। ইউজারদের উন্নত ভিডিও কলিং এক্সপিরিয়েন্স দিতে প্রায়ই নতুন ফিচার আনছে জুম (Zoom)। সম্প্রতি, অ্যাপটির ডেভেলপাররা এই ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মে আরো একটি সিকিউরিটি ফিচার যুক্ত করছে। সংস্থা দাবি করেছে‌ যে এতে জুম ইউজারদের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে।

এখন থেকে জুম ইউজাররা, অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় নিজের অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন সিস্টেম অন করে রাখতে পারবেন। যারা জানেন না তাদের বলে রাখি, টু-ফ্যাক্টর-অথেন্টিকেশন আপনার অ্যাকাউন্টের সুরক্ষার একটি অতিরিক্ত স্তর। এই অপশনটি এনাবেল করা থাকলে আপনার অ্যাকাউন্টে লগ-ইন করার সময় পাসওয়ার্ড ছাড়াও একটি অতিরিক্ত কোড (যেমন OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড) দরকার হয়। আর এভাবেই সমস্ত ইউজারদের সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে।