কে কল করছে কি কারণে কল করছে বলে দেবে গুগল, দরকার নেই TrueCaller অ্যাপের



গেমবাজ ডেস্ক: সাধারণত আমরা যেকোন আননোন নাম্বারের মালিকের খোঁজ করতে গেলে TrueCaller এর ব্যবহার করি। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে TrueCaller অ্যাপটি ব্যাপক জনপ্রিয়। এই অ্যাপটি অপরিচিত নম্বর থেকে আসা কলের আইডেন্টিটি জানতে সাহায্য করে। অর্থাৎ ফোন কল ফ্রড আটকাতে কার্যকরী এই অ্যাপ। তবে এবার এই অ্যাপকে সরাসরি টক্কর দেবে গুগলের নতুন ফিচার। সার্চ ইঞ্জিন গুগল কয়েকদিন আগেই, Verified Calls ফিচার নিয়ে এসেছে। এবার Google Phone অ্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে ভেরিফাইড কলস ফিচারকে। আর এই ফিচারের মাধ্যমে আপনারা জানতে পারবেন কে আপনাকে কল করছে কেন কল করছে এসব ব্যাপারে।

এছাড়াও, কল করা ব্যক্তির নাম কোন কোম্পানির নাম্বার সব কিছুই জানা যাবে। ভারত সহ সারা বিশ্বেই ফ্রড কল একটি বড় সমস্যা, আর তা থেকে এবার মুক্তি দেবে এই ফিচার, এমনটাই মনে করছে গুগল। এই ফিচার ভারত, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী রোল আউট করা হচ্ছে। এদিকে Google Phone অ্যাপে ভেরিফাইড কলস ফিচার চলে আসায় জনপ্রিয়তা অনেকটাই কমবে TrueCaller এর। কারণ মানুষ আলাদা করে আর অ্যাপ ডাউনলোড করবেনা। গুগল জানিয়েছে এই ফিচারের মাধ্যমে কোনও ধরণের ব্যবসায়িক কল করার ক্ষেত্রে, ব্যবহারকারী কে কল করছে এবং কেন করছে তা দেখা যাবে। এছাড়াও ব্যবসায়ের ভেরিফাইড ব্যাচও গুগল দ্বারা ভেরিফাই করা নম্বরটিতে দেখা যাবে। এছাড়াও, কোন ভেরিফাইড পারসন বা কোম্পানি যদি কল করে তাহলে নাম্বারের পাশে বা নামের পাশে ভেরিফাইড টিকমার্ক দেখা যাবে।