টেলিকম যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ায় ভোডাফোন আইডিয়ার নতুন নাম হল Vi (উই)




গেমবাজ ডেস্ক: ভারতের দুটি জনপ্রিয় টেলিকম সংস্থা ভোডাফোন ও আইডিয়া আজ একসাথে মিশে গিয়ে নতুন একটি নামে আত্মপ্রকাশ করেছে। কাল একটি অনলাইন কনফারেন্সে ভোডাফোন-আইডিয়া লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করেছে। এই নতুন ব্র্যান্ডিংটি সংস্থার ওয়েবসাইট এবং অ্যাপে আপডেট করা হয়েছে। ভোডাফোন-আইডিয়া আত্মপ্রকাশ করল “Vi” (উচ্চারণ উই) নামে। নাম পরিবর্তন করলেও এটি আগের মতই সিমকার্ড, বিল, বিলবোর্ড এবং আরো অন্যান্য পরিষেবা সরবরাহ করবে। সংস্থার দাবি, এই নামটি খুবই ছোটো ও সহজ হলেও উভয় ব্র্যান্ডের রেফারেন্স হিসেবে ব্যবহার হবে। আর এভাবেই দুটি টেলিকম সংস্থা একসাথে মিশে গিয়ে আরো ভালো পরিষেবা দেওয়ার কথা বলেছে।

আমরা আরোও জানতে পেরেছি, এই বিষয়ে ভোডাফোন-আইডিয়া লিমিটেডের এমডি এবং সিইও রবীন্দ্র তক্কর বলেছেন, সংস্থাটি নতুন ব্র্যান্ড আনতে পেরে যারপরনাই আনন্দিত। “Vi”, ভারতের গ্রাহকদের রোজকার জীবনে আলাদা মাত্রা এনে দেবে। এটি ১ বিলিয়ন 4G নেটওয়ার্ক ইউজারদের বিশ্বমানের ডিজিটাল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবে এবং আগামী প্রজন্মের নেটওয়ার্ক বিকাশে কাজ করবে। তারা আশা করছেন, সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি এই ব্র্যান্ডটিকে আপন করে নেবে। আর তাদের  দ্রুত পরিষেবার সাথে যুক্ত হবে।