নয়া আবিষ্কার এই দেশের, ফাইভ-জি বাস চলছে রাস্তায়, যাত্রীরা ব্যবহার করতে পারবেন হাই স্পিড ইন্টারনেট

 


গেমবাজ ডেস্ক: প্রযুক্তিগত মানে দিনে দিনে উন্নতি হয়ে চলা একটি দেশের নাম হল চীন। চীনের প্রযুক্তি অন্য দেশের তুলনায় একটু বেশি এগিয়ে রয়েছে। অন্যান্য দেশ যে প্রযুক্তি নিয়ে কাজ করে চীন তার চেয়ে একধাপ এগিয়ে চলে। যেমন চীন মহাকাশে পাঠিয়েছে প্রথম সিক্স জি স্যাটেলাইট। তবে এবার নতুন এক ফাইভ জি বাসের আবিষ্কার করল চীন। এই ফাইভ-জি বাসে বসলেই দেখতে পাবেন 4k টিভি ও যে কোন আল্ট্রা এইচডি ভিডিও।

 

এছাড়া রয়েছে 360° ক্যামেরা। যারা এই বাসে চলেছে তাদের মধ্যে অনেকেই বলেছে এই বাসে কোন রকম প্রবলেম ছাড়াই দারুন চলে ফাইভ-জি ইন্টারনেট। এই 5g বাসেতারবিহীন হাই স্প্রিডে ফাইভ-জি নেটওয়ার্ক চালানো যায়। এর আগেও বেশ কয়েকটি জায়গায় বিশেষ বিশেষ কোম্পানি এরকমই কোনো না কোনো প্রযুক্তির ব্যবহার করেছে।