ভয়েস কমান্ডে আনলক হবে আপনার ফোন, স্মার্টফোনে যুক্ত হতে চলেছে নতুন ফিচার

 


গেমবাজ ডেস্ক: এবার দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত কোম্পানি স্যামসাং তার গ্যালাক্সি স্মার্টফোনে একটি নতুন ফিচার যোগ করতে চলেছে। যে ফিচারটির নাম ভয়েস আনলক। সাধারণত আমাদের স্মার্টফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস লক থাকে। তবে নতুন এই ফিচারটিরসম্পর্কে স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। 

 

একটি তথ্য থেকে জানা গেছে যদি স্যামসাং ব্যবহারকারীরা কোন ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসলক থেকে ফোনটি আনলক না করতে পারেন। তাহলে তারা তাদের ভয়েস এর মাধ্যমে ফোনটি আনলক করতে পারবে। অনেকে ভাবছে এই ফিচারটি অত্যন্ত ভালো। তবে বলে রাখি কেউ নকল আওয়াজ করলে এই স্মার্টফোনটি খুলে যেতে পারে। 

 

তবে স্যামসাং এর জন্য বিশেষ কোনো একটি ব্যবস্থা নেবে। ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি ভয়েস কমান্ড দিলেই ফোনটি আনলক হবে। বেশ কিছু তথ্য থেকে জানা গেছে আগামী বছরের শুরুতেই এই স্মার্টফোন গুলি ভারতের বাজারে আসবে। তবে ফোনটির দাম সম্পর্কে কোনো রকম তথ্য পাওয়া যায়নি। তাই এখন দেখা যাক ফোনটি কি দামে ভারতের বাজারে লঞ্চ হয়।