BSNL গ্রাহকেরা ZING এর সাবস্ক্রিপশন পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, জেনে নিন কীভাবে


গেমবাজ ডেস্ক: ভারতের বিখ্যাত একটি সরকারি টেলিকম সংস্থা হচ্ছে বিএসএনএল। সরকারি যেকোনো কাজে এই বিএসএনএল নেটওয়ার্ক এর ব্যবহার করা হয়। তবে এবার বিএসএনএল তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন একটি প্ল্যান। বিএসএনএল তাদের একটি নতুন প্রিপেড প্ল্যান এর সাথে দিচ্ছে ZING এর সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে। 

 

ZING অ্যাপটি প্লে-স্টোরে উপলব্ধ এবং বিএসএনএল গ্রাহকরা বিশেষ প্ল্যান রিচার্জ করলে এটি বিনামূল্যে পেতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কোন প্ল্যানের সাথে এই ZING সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে বিএসএনএল এর ৬টি স্পেশাল টারিফ ভাউচারের সাথে এই ZING এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। 

 

সেই ভাউচার গুলির মূল্য হল ৫৬ টাকা, ১৫১ টাকা, ২৫১ টাকা, ৪৯৯ টাকা, ৫৯৯ টাকা এবং ৬৬৬ টাকা। এছাড়া প্রত্যেকটি ভাউচারের সাথে রয়েছে বিশেষ কয়েকটি ডেটা কোটা। যা আপনারা রোজ ব্যবহার করতে পারবেন। যদি আপনারা ZING এর এই সাবস্ক্রিপশন নিতে চান তাহলে বিএসএনএল এর এই ভাউচার গুলির মধ্যে একটি রিচার্জ করতে হবে।