এবার থেকে Android অ্যাপ ব্যবহার করা যাবে Windows কম্পিউটারে, জেনে নিন কীভাবে করবেন


গেমবাজ ডেস্ক: আমরা সাধারণত লক্ষ্য করে থাকি আমাদের কম্পিউটারে উইন্ডোজে আমাদের স্মার্টফোনের কোন অ্যাপ চালানো যায় না। তবে আইওএস ইউজাররা তাদের মোবাইলের অ্যাপ কম্পিউটারে অথবা ল্যাপটপে চালাতে পারে। তাই এবার উইন্ডোজ ইউজারের সুবিধার্থে মাইক্রোসফট একটি প্রজেক্ট এর উপরে কাজ করছে। 

 

যার ফলে এবার থেকে উইন্ডোজে স্মার্টফোনের অ্যাপ চলবে। মাইক্রোসফট যে প্রজেক্টটি নিয়ে কাজ করছে তার ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা উইন্ডোজে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবে। তবে এর আগেও মাইক্রোসফট এরকম একটি প্রজেক্ট নিয়ে কাজ করেছে। 

 

তবে সেই প্রজেক্টে সাফল্য পাওয়া যায়নি।এর বিশেষ কারণ হচ্ছে যদি উইন্ডোজে কোন অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে হয় তাহলে প্রথমত উইন্ডোজ থেকে একটি বিশেষ সার্ভিস বন্ধ করতে হবে। তবে এবার আশা করা হচ্ছে microsoft-এর এই প্রজেক্ট এর কাজ সাফল্য পাবে।