আপনার যে কোন হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে দেবে এই অ্যাপ, জানুন কি সেই অ্যাপ এবং কিভাবে কাজ করে তা

 


গেমবাজ ডেস্ক: আমরা প্রায়ই নতুন কোনো না কোনো গ্যাজেট কিনে থাকি। তা ইয়ারফোন হতে পারে, মোবাইল হতে পারে, ট্যাবলেট হতে পারে বা হতে পারে অন্যান্য কোন একটি গাজেট। তবে অনেক সময় এমন হয় আমরা হারিয়ে ফেলি নিজেদের সেই গ্যাজেট। তা বাড়ির ভিতরেও হতে পারে অথবা বাড়ির বাইরে। আর তারপর চলে খোঁজাখুঁজি এখানে-ওখানে বাড়ির বাইরে আলমারিতে কিন্তু খুঁজে পাইনা সেই গ্যাজেট। তবে আপনাদের জন্য রয়েছে একটি সুসংবাদ স্যামসাং লঞ্চ করেছে তাদের নতুন একটি অ্যাপ SmartThings। যেখান থেকে আপনারা নিজেদের হারিয়ে যাবা বা হারিয়ে ফেলা স্যামসাংয়ের যেকোনো গ্যাজেট খুঁজে পাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই অ্যাপ।


১. প্রথমত আপনাদের নিজেদের স্মার্টফোনের প্লে-স্টোরে গিয়ে SmartThings নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে।


২. ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করতে হবে। তারপর করে নিতে হবে রেজিস্টার। এরপর আপনাদের মাই ডিভাইস অপশনে যেতে হবে।


৩. সেখানে আপনারা আপনাদের কাছে থাকা স্যামসাং ডিভাইসগুলি লিংক করাতে পারেন। স্যামসাং এর সমস্ত ডিভাইসের লিস্ট সেখানে থাকবে।


৪. এরপর যখনই আপনার কোন একটি ডিভাইস হারিয়ে যাবে। আপনারা নিজের মোবাইলে সেই SmartThings অ্যাপটি খুলে ফাইন্ড মাই ডিভাইস অপশনে যেতে হবে।


৫. হারিয়ে যাওয়া ডিভাইসটিকে সিলেক্ট করুন, তারপর খোঁজার জন্য ক্লিক করুন। আপনার কাছে দুটি অপশন আসবে।


৬. আপনার ডিভাইস রিং করার জন্য অথবা ডিভাইসের ব্লুটুথ লোকেশন দেখাবে। রিং অপশনটি ক্লিক করলে আপনাদের হারিয়ে যাওয়া ডিভাইসটি বাজতে শুরু করবে।


৭. এরপরই আপনারা সেই ডিভাইসটির শব্দ শুনে তার কাছে যেতে পারবেন। যতক্ষণ আপনি চান ততক্ষন আপনার ডিভাইসটি রিং করতে থাকবে।