মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! রান্নার গ্যাসের দাম প্রত্যেক সপ্তাহে হবে বদল

 


গেমবাজ ডেস্ক: রান্নার গ্যাস সংক্রান্ত নানান খবর আপনারা ইতিমধ্যে শুনে আসছেন। যে খবর গুলিতে আপনাদের জানানো হয়েছে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। তবে দাম বাড়তে বাড়তে প্রায় বছর শেষ। তবে এবার বছরের শুরুতে রান্নার গ্যাসের দাম রিভাইস হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে ডিসেম্বর মাসে দুই দুইবার রান্নার গ্যাসের দাম বেড়েছে। 

 

ফলে যদি আবারও এই দামে রিভাইস হয় তাহলে মধ্যবিত্তের সাধারণ জীবন যাপনে টানাটানি পরবে। বেশ কিছু তথ্য থেকে জানা গেছে সপ্তাহে একবার করে এলপিজি সিলিন্ডারের দাম ডিভাইস করা হবে। বাজারে তেলের দাম বেড়ে যাওয়াই চারিদিকে হুড়োহুড়ি লেগে রয়েছে। আর তার মধ্যে আবার রান্নার গ্যাসের দাম উপরন্তু বেড়ে চলেছে। 

 

তবে যদি প্রত্যেক সপ্তাহে ঠিকঠাক রিভাইস করা হয় সিলিন্ডারের দাম তাহলে দাম অতটাও বাড়বে না। যেমন করে প্রত্যেক দিন সকালবেলা তেলের দাম রিভাইস করা হয়। ঠিক তেমনই রান্নার জন্য সিলিন্ডার গুলিকে রিভাইস করা হবে। তবে এখন দেখার বিষয় বছরের শুরুতে এই নিয়ম চালু হয় কিনা।