Eeve Electric ভারতের বাজারে লঞ্চ করেছে নতুন ২টি ইলেকট্রিক স্কুটি, যাতে ১ কিলোমিটারে খরচ ১৫ পয়সা


গেমবাজ ডেস্ক: বর্তমান সময়ে মানুষ উন্নত হয়ে চলেছে। উন্নত হওয়ার সাথে সাথে মানুষের আচার-আচরণ চলার ভঙ্গি সমস্ত কিছুই পাল্টে গেছে। তারা ব্যবহার করছে উন্নত মানের জিনিস যা আগে ছিল না কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে গেছে। তবে এখন ভারতে ইলেকট্রিক স্কুটারের চল প্রচুর বেড়ে গেছে। প্রত্যেকেই চাই একটি ইলেকট্রিক স্কুটার কিনতে। তবে এই জিনিসটির চাহিদা দেখে ভারতের বেশ কিছু কোম্পানি এরকম ইলেকট্রিক স্কুটার তৈরি করতে শুরু করে। তবে এবার Eeve নামে একটি ইলেকট্রিক কোম্পানি ভারতে তাদের নতুন দুটি ইলেকট্রিক স্কুটি লঞ্চ করেছে। সেই দুটি ইলেকট্রিক স্কুটির নাম Atrio ও Ahava। কোম্পানি প্রচুর স্পেসিফিকেশন যুক্ত করেছে তাদেরই নতুন ইলেকট্রিক স্কুটিতে। তাছাড়া যে কোন সাধারণ মানুষ কিনতে পারবে এই স্কুটি।


এই ইলেকট্রিক স্কুটির কিছু স্পেসিফিকেশন:


কোম্পানির তরফ থেকে আগে জানানো হয়েছিল এই ইলেকট্রিক স্কুটি তে ব্যবহার করা হবে প্রচুর স্পেসিফিকেশন। এই ইলেক্ট্রিক স্কুটি একবার ফুল চার্জ করলে যেতে পারে ৯০ থেকে ১০০ কিলোমিটার। এছাড়া কোম্পানি দাবি করেছে এই স্কুটি ১ কিলোমিটার যেতে মাত্র ১৫ পয়সা খরচ করে। এই স্কুটি আপনারা দুটি কালার অপশানে পেয়ে যাবেন।


এই স্কুটি গুলির দাম:


১. Eeve Atrio স্কুটির দাম ভারতের বাজারে রাখা হয়েছে ৬৪৯০০ টাকা।


২. Eeve Ahava স্কুটির দাম ভারতের বাজারে রাখা হয়েছে ৫৫৯০০ টাকা। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোন একটি কিনে নিতে পারেন।