OLA ভারতে নির্মাণ করবে সবচেয়ে বড় ই-স্কুটার কারখানা, দেশে বাড়বে কর্মসংস্থান

 


গেমবাজ ডেস্ক: আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে জেনে গেছে ওলার নতুন ই-স্কুটার কারখানার পরিকল্পনা নিয়ে।যার খবর প্রায়ই বেশ কয়েক মাস ধরে চর্চিত হয়ে আসছিল। তবে এবার পাকাপাকি খবর বেরিয়ে এল ওলার তরফ থেকে। এবার ওলা (OLA) নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-স্কুটার কারখানা। যারা ওলা সম্পর্কে জানেন না তাদের বলে রাখি ওলা হচ্ছে ভারতীয় অনলাইন পরিবহন নেটওয়ার্ক। 

 

ইতিমধ্যে বেশ কিছু তথ্য থেকে জানা গেছে ২০২১ সালের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি মাসে ভারতের বাজারে আসতে পারে ওলা ই-স্কুটার। এছাড়াও জানা গেছে ভারতের তালিমনাড়ুতে এই ই-স্কুটার কারখানা তৈরি করা হবে বলে। তবে এই কারখানা তৈরিতে ওলা(OLA) মোট বিনিয়োগ করছে ২৪০০ কোটি রুপি। এছাড়া ওলার তরফ থেকে তামিলনাড়ু সরকারকে জানানো হয়েছে এই কারখানা তৈরি হলে ১০০০০ কর্মসংস্থান পাবে। 

 

ওলার তরফ থেকে এও জানানো হয়েছে ভারতের এই ই-স্কুটার কারখানা হবে বিশ্বের সবথেকে বড় ই-স্কুটার কারখানা। প্রতিবছর ওলার এই কারখানায় তৈরি হবে প্রায় ২০ লাখ ই-স্কুটার। ২০২১ এর মধ্যেই এই কারখানা নির্মাণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এখন তা দেখার বিষয়।