প্রত্যেকের জন্য সরকারের তরফ থেকে চলে এসেছে নতুন PVC আধার কার্ড, জানুন কীভাবে অর্ডার করবেন

 


গেমবাজ ডেস্ক: এবার নতুন রূপে আধার আনার ব্যবস্থা করেছে সরকার। এই আধার পুরোপুরি এটিএম এর মত দেখতে হবে। তবে এখন প্রশ্ন আপনার কাছে তো আগে থেকেই একটি আধার কার্ড রয়েছে। তাহলে আপনি কিভাবে এই নতুন PVC আধার কার্ড পাবেন।তাহলে আসুন জেনে নেওয়া যাক এই নতুন আধার কার্ড সম্পর্কে।


১. তথ্য সংক্রান্ত সুরক্ষার জন্য সরকার এই নয়া আধার কার্ড এনেছে। এছাড়া অনলাইনে ভেরিফিকেশনের জন্য থাকবে এতে কিউআর কোড।


২. তাছাড়া PVC মেটেরিয়াল হওয়ার কারণে বেশি দিন টিকবে।সাথে সেই কার্ডের উপর লাগানো হবে আধার লোগো।


তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা এই নতুন আধার কার্ড অর্ডার করতে পারবেন:


১. প্রথমত আপনাদের নিজেদের মোবাইলে অথবা কম্পিউটারে ব্রাউজার খুলে চলে যেতে হবে UIDAI-এর ওয়েবসাইটে।


২. এরপর আপনাদের মাই আধার সেকশনে গিয়ে ক্লিক করতে হবে Order Aadhaar PVC Card। এরপর আপনাকে সেখানে নিজেদের আধার নাম্বার ও ভার্চুয়াল আইডি দিতে হবে।


৩. এরপর সেখানে দেওয়া ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর মোবাইলে ওটিপি আসলে সেখানে বসিয়ে দিন।


৪. এরপর সাবমিট করলে আপনার স্ক্রিনে PVC আধার কার্ডের ছবি চলে আসবে। এরপর কার্ডটি পাওয়ার জন্য ৫০ টাকা জমা দিতে হবে। কিছুদিনের মধ্যেই আপনার বাড়িতে আপনার নতুন PVC আধার কার্ড চলে আসবে।