স্মার্টফোন ও ল্যাপটপ তৈরিতে পাওয়া যাচ্ছেনা চিপের যোগান, সংকটে পড়েছে বহু ডিভাইস উৎপাদনকারী কোম্পানি

 

 

গেমবাজ ডেস্ক: প্রায় বেশ কয়েক মাস আগে ভারতে লকডাউন খুলে গেছে। ইতিমধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্ষতি হয়েছে তথ্য প্রযুক্তি যুক্ত পণ্যের। ইতিমধ্যে তথ্য প্রযুক্তি যুক্ত পণ্যের চাহিদা বেড়েই চলেছে। তবে প্রত্যেক ডিভাইসে ব্যবহার করা চিপের সরবরাহ কমে যাওয়ায় সংকটে পড়েছে উৎপাদন কোম্পানি। বেশ কয়েকটি তথ্য থেকে জানা গেছে চীনভিত্তিক বেশ কয়েকটি মোবাইল ও গাড়ি নির্মাণ কোম্পানি চিপ নিয়ে সংকটের মুখোমুখি হয়েছে। 

 

বহু কোম্পানির তরফ থেকে এমন খবর বেরিয়ে আসছে ঠিকমতো চিপের জোগাড় না থাকায় তৈরি হচ্ছে না ডিভাইস। বলতে গেলে এখন পুরো বিশ্বজুড়েই চিপ সংকট দেখা গেছে। এছাড়া জাপানের একটি বড় চিপ তৈরির কারখানায় আগুন লাগার পর থেকে কিছুটা হলেও প্রভাব ফেলেছে চিপ প্রস্তুতে। 

 

এছাড়া লকডাউন থাকার ফলে তৈরি করা হয়নি সে রকম চিপ। তাছাড়া ইতিমধ্যে পুরো বিশ্বজুড়ে ফাইভ-জি চিপের আবিষ্কার হচ্ছে। তবে আশা করা হচ্ছে কিছু সময়ের মধ্যে চিপের যোগান হয়ে যাবে। যার ফলে বহু কোম্পানি আগের মতোই ডিভাইস তৈরি করতে পারবে। তবে এখন দেখার বিষয় কবে সমস্ত পরিস্থিতি ঠিক হয় আগের মত চিপ তৈরি হবে।