ভারতের বাজারে আসছে সস্তা স্মার্টফোন Vivo Y31, থাকছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর

 


গেমবাজ ডেস্ক: চিনা স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে প্রায় অনেক বছর ধরে নিজেদের স্মার্টফোন লঞ্চ করে আসছে। এই স্মার্টফোন কোম্পানিটি তাদের স্মার্টফোনের ক্যামেরা ও মিউজিক এর জন্য বিখ্যাত। তবে ভিভো প্রত্যেক মাসে তাদের নতুন কোন না কোন স্মার্টফোন লঞ্চ করে দেয়। এবার সিঙ্গাপুরের আইএমডিএ এবং ব্লুটুথ সার্টিফিকেশন সাইটে ভিভোর নতুন একটি স্মার্টফোন সম্পর্কে জানা গেছে। 


সেখানে ভিভোর এই নতুন স্মার্টফোনের নাম জানানো হয়েছে Vivo Y31। এর পরেই নিশ্চিত হওয়া যায় ভিভোর নতুন স্মার্টফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে। তবে তারপরেই আবার ভিভোর এই নতুন স্মার্টফোনটিকে গুগল প্লে কনসোল এ দেখা যায়। সেখান থেকে এই স্মার্টফোনটির প্রসেসর ও ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। 


ভিভোর এই নতুন স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এছাড়া এই স্মার্টফোনটি আসবে ৪ জিবি র‌্যামের সাথে। এছাড়াও আরও বেশকিছু ভ্যারিয়েন্ট আসবে এই নতুন স্মার্টফোনটির। তবে আশা করা হচ্ছে এই স্মার্টফোনটি নতুন বছরের প্রথম দিকে আসবে বলে।