মধ্যবিত্তদের মাথায় হাত! বছরের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম

 


গেমবাজ ডেস্ক: ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই জেনে গেছেন দেশে আনাজপাতি, রোজকার ব্যবহারের সামগ্রী, জ্বালানির দাম অনেক গুন বেড়ে গেছে। অনেক সবজির এমন দাম রয়েছে সাধারণ মানুষ তা কিনতেই পারছে না। প্রায় দ্রুত গতিতে বেড়ে চলেছে পেট্রলের দাম। তবে এবার রোজকার ব্যবহারের রান্নার গ্যাসের দাম বেড়ে গেছে। হঠাৎ বললে চলবে না কারণ এর আগে মাসেও দুই দুই বার বেড়েছে রান্নার গ্যাসের দাম।

 

ডিসেম্বর মাসেও আগের তুলনায় গ্যাসের দাম অনেক গুন বেড়ে গেছিলো। এর আগে যা দাম ছিল তার উপর আবার দামের বোঝা চাপিয়ে দেওয়া হল। দিল্লি, কলকাতা সহ মুম্বাই ও চেন্নাই সমস্ত শহরে বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। তবে দাম তো বেড়েইছে তার সাথে বন্ধ করে দেওয়া হয়েছে ভর্তুকি। 

 

আপনারা সকলেই জানেন আমরা যে রান্নার গ্যাস কিনি তা পুরো টাকা দিয়ে কেনার পর কিছু ভর্তুকি যায় আমাদের অ্যাকাউন্টে। তবে গত কয়েক মাস থেকে গ্যাস সিলিন্ডারের ওপর এই ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখন আশায় বসে রয়েছে সাধারণ মানুষ কবে কমবে এই গ্যাস সিলিন্ডারের দাম।