Lipscanner app: যে কোনও ছবি থেকে বেছে নিতে পারবেন নিখুঁত লিপস্টিকের শেড



Gamebazz ডেস্ক: লিপস্টিকের রং নিয়ে অনেক সময়ই পড়তে হয় বিপাকে। দেখে চিনতে না পারলেও অনেক সময় ওই রঙের লিপস্টিক খুঁজে বের করা সম্ভব হয়ে ওঠে না। এবার কাজটা বেশ সহজ করে দেবে শ্যানেলের অ্যাপ।

‘Lipscanner’ নামের ওই অ্যাপে চারশ’র বেশি ভিন্ন ভিন্ন শেড থেকে ফলাফল দেখাবে। তবে হ্যাঁ, এটাতে শুধু শ্যানেলের লিপস্টিক-ই দেখা যাবে।

জানা গেছে, লিপিস্টিক ঠোঁটে থাকুক বা হাতে, কিংবা যেকোনো ছবিতে মোবাইল ক্যামেরা ঠিকই চিনে নেবে নির্দিষ্ট রঙের শেড। এর ফলে ব্যবহারকারী সহজেই নিজের পছন্দের রংটি খুঁজে নিতে পারবেন।

শ্যানেলের Lipscanner অ্যাপ শুধু রং খুঁজতে নয়, লিপস্টিক ‍ব্যবহারের পর কেমন লাগবে সেটিও ভার্চুয়ালভাবে দেখিয়ে দেবে। প্রতিষ্ঠানটি বলছে, তাদের অ্যালগরিদম ‘নিরবিচ্ছিন্নভাবে’ রং খুঁজে নিয়ে তা মিলিয়ে দিয়ে ব্যবহারকারীকে বড় মাপের অনলাইন সামগ্রীর মধ্য দিয়ে যাওয়ার সময় বাঁচাচ্ছে।

শ্যানেলের আগেই অবশ্য সেফোরা, বেনেফিট এবং অন্যান্য আরও অনেক ব্র্যান্ড ডিজিটাল মেকআপ করার এ ফিচারটি এনেছে। ফলে এটি নতুন না হলেও ‘স্মার্ট-বিউটির জন্য বিশ্বের প্রথম’ বলে উল্লেখ করছে প্রতিষ্ঠানটি।