UAN নম্বর হারিয়ে গিয়েছে? সহজে খুঁজতে যা করবেন


Gamebazz ডেস্ক:  সরকারি ও বেসরকারি উভয় চাকরির ক্ষেত্রেই চাকুরীজীবীরা  EPF-এর সুবিধা পেয়ে থাকেন। এই ফান্ডের জন্য প্রতি মাসে কর্মচারীদের বেতন থেকে কিছু টাকা কেটে EPF-এ জমা করা হয়। EPF অ্যাকাউন্টে কত টাকা জমা হল তা যখন খুশি দেখা যায়। এর জন্য কেবল একটি UAN নম্বর লাগে। UAN নম্বরটি সাধারণত স্যালারি স্লিপে লেখা থাকে যার মাধ্যমে অনলাইনে নিজের PF অ্যাকাউন্টের পাসবুক দেখা যায়।


তবে কিছু কিছু ক্ষেত্রে এই UAN নম্বর উল্লেখ নাও থাকতে পারে। সেক্ষেত্রে চিন্তার কারণ নেই, কারণ এখন সমস্ত কাজেই অনলাইন মাধ্যমে করা যায়। ফলে এই UAN নম্বরও অনলাইনে জোগাড় করা সম্ভব। কীভাবে অনলাইনে UAN নম্বর খুঁজবেন চলুন দেখে নিই।


১. UAN নম্বর খোঁজার জন্য সবার প্রথমে EPFO-র ওয়েবসাইটে যান।

২. ওয়েবসাইটে Know Your UAN Status অপশন পাবেন। এখানে ক্লিক করুন।

৩.এরপর আপনাকে মেম্বার আইডি, আধার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোন একটি অপশন বেছে নিতে হবে।

৪. এরপর আপনাকে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে যার মধ্যে থাকবে নাম, জন্মতারিখ, রেজিস্টার করা মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস। এইসব তথ্য দেওয়ার পর ক্যাপচা কোড দিতে হবে।

৫. এরপর ওখানে Get Authorization Pin অপশনে ক্লিক করুন আর তারপর I Agree অপশনে ক্লিক করুন।

৬. এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিলেই আপনার UAN নম্বর পেয়ে যাবেন।উল্লেখযোগ্য বিষয়, UAN নম্বর বা PF-সংক্রান্ত কোন তথ্যের জন্য চাওয়া ডিটেল আপনার ডকুমেন্টে আগে থেকেই উপস্থিত থাকতে হবে।