কিভাবে আপনি Youtube শর্টস ভিডিও তৈরী করবেন? জানুন বিস্তারিত


Gamebazz ডেস্ক: ভারতের জন্য Youtube তাদের টিকটকের মত স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ফিচার Shorts লঞ্চ করেছিল। ইতিমধ্যেই ভারতে এই ফিচার ব্যাপক জনপ্রিয়। ভারতে টিকটিক ব্যান হওয়ার পুরোপুরি ফায়দা তুলেছে ইউটিউব এর নতুন ফিচার। এখানে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করা যায়। আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটর হন এবং কোন প্ল্যাটফর্ম আপনার জন্য উপযুক্ত হবে তা না বুঝতে পারেন, তাহলে Youtube Shorts আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

যদিও ভারতে ইউটিউব শর্টস এখন বিটা পর্যায়ে আছে। এরপরও প্রায় সমস্ত ভারতীয় ইউটিউব ইউজারের জন্য ফিচারটি উপলব্ধ। আসুন জেনে নিই কিভাবে আপনি ইউটিউব শর্টস ভিডিও তৈরী করবেন।

সর্বপ্রথম ইউটিউবের লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।

এবার মোবাইল থেকে আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগইন করুন।

এরপর নিচের বারে ‘+’ চিহ্নে (ক্রিয়েট) ক্লিক করুন।

এখানে আপনাকে Create a Short বিকল্প চয়ন করতে হবে।

এবার আপনার ক্লিপ রেকর্ড করতে ক্যাপচার বাটন চেপে রাখুন অথবা রেকর্ডিং অপশনে একবার ট্যাপ করুন এবং রেকর্ড হয়ে গেলে আবার ট্যাপ করুন।

এখানে আপনি Undo তে ক্লিক করলে আগের ভিডিও ক্লিপ ডিলিট হয়ে যাবে।

এবার Next বাটনে ক্লিক করলে ভিডিওর প্রিভিউ দেখা যাবে।

আবার Next করুন এবং আপনার ভিডিওর তথ্য যুক্ত করুন।

এবার আপনি ভিডিওটি বাচ্চাদের নাকি সবার জন্য তৈরী করেছেন তা চয়ন করুন।

এরপর Upload এর ট্যাপ করুন।তারপর আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে।