Telegram-এর নতুন ফিচার: এবার shedule করতে পারবেন Massage


Gamebazz ডেস্ক: সারা বিশ্বে দুটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল Whatsapp এবং Telegram। দুটি মেসেজিং অ্যাপ-ই তাদের ইউজারদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার এনে থাকে। যদিও এখনও হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ শিডিউল করে রাখার জন্য কোনো ফিচার পাইনি। তবে টেলিগ্রাম ইতিমধ্যেই তাদের ইউজারদের জন্য এই ফিচার নিয়ে এসেছে। আপনি যদি Telegram ব্যবহার করেন তাহলে কোনো মেসেজ নির্দিষ্ট সময়ে পাঠানোর জন্য আগে থেকে সেভ করে রাখতে পারেন। আসুন জেনে নিই কিভাবে আপনি টেলিগ্রামে মেসেজ Shedule করে রাখবেন।

Telegram অ্যাপে শিডিউল মেসেজ ফিচার কিভাবে ব্যবহার করবেন

প্রথমেই টেলিগ্রাম অ্যাপটি খুলুন।

এবার যাকে শিডিউল মেসেজ পাঠাতে চান তার চ্যাটটি ওপেন করুন।

যে মেসেজটি আপনি শিডিউল করতে চান, এবার সেটি টাইপ করে ফেলুন।

এরপর ডানদিকে সেন্ড মেসেজের যে অপশনটি থাকে সেটিকে লং প্রেস করে রাখুন।

এরপরে দুটি অপশন আসবে। এখানে শিডিউল মেসেজ অপশনটি ট্যাপ করুন।

এবার আপনাকে ডেট ও টাইম সেট করার অপশন দেওয়া হবে। সেখানে প্রয়োজনমত ডেট ও টাইম সেট করুন।

এবার সেই মেসেজটি আপনার চাহিদা মত শিডিউল হয়ে যাবে।