লঞ্চ হল Samsung Galaxy F62, রয়েছে আকর্ষণীয় অফার


Gamebazz ডেস্ক: সোমবার ভারতে লঞ্চ করে গেল Samsung Galaxy F62। 22 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে Flipkart, Reliance Digital, My Jio রিটেইল স্টোর্স এবং Samsung.com ফোনটির বিক্রি শুরু হচ্ছে। মূলত দুটি ভ্যারিয়্যান্টস রয়েছে এই ফোনের: 6/128GB এবং 8GB/128GB। আর সেই দুটি মডেলের দাম যথাক্রমে 23,999 টাকা এবং 25,999 টাকা। Samsung-এর F সিরিজের এই নয়া মডেলের তিনটি কালার ভ্যারিয়্যান্টস রয়েছে, লেজার গ্রিন, লেজার ব্লু এবং লেজার গ্রে।


Samsung Galaxy F62 মডেলে 6.7 ইঞ্চির একটি সুপার AMOLED Plus ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে HD+ রেজোলিউশন রয়েছে এবং Infinity-O কাটআউট দেওয়া হয়েছে। ফোনটি Android 11-বেসড One UI 3.1 আউট অফ দ্য বক্স দ্বারা চালিত।কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 64MP-র প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি 12MP আলট্রা ওয়াইড লেন্স (123 ডিগ্রি), 5MP ম্যাক্রো লেন্স এবং আর একটি 5MP ডেপথ লেন্স। এই রিয়ার ক্যামেরা 4K UHD ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে Galaxy F62-র সামনে একটি 32MP সেন্সর দেওয়া হয়েছে।


ফোনে অত্যন্ত শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Samsung-এর তরফে দাবি করা হচ্ছে, 2 ঘণ্টার মধ্যেই 100% চার্জ করে দিতে সক্ষম এই চমৎকার ব্যাটারি। মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB অবধি বাড়িয়ে নেওয়া যেতে পারে।


Flipkart Smart Upgrade Programme (FSUP) ইউজারদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। একমাত্র তাঁরাই এই Samsung Galaxy F62 ফোনটি 70% দামে কিনে নিতে পারবেন। Reliance Digital/My Jio স্টোর থেকে কিনতে গেলে 10,000 টাকার বেনিফিটস উপভোগ করতে পারবেন ক্রেতারা। সেই বেনিফিটসের মধ্যে রয়েছে বিভিন্ন রিচার্জ ডিসকাউন্ট কুপনে 3,000 টাকার ক্যাশব্যাক এবং পার্টনার ব্র্যান্ডের কাছ থেকে 7,000 টাকার কুপন।