হোয়াটসঅ্যাপের বিকল্প Sandes, এখনই ডাউনলোড করবেন কীভাবে?


Gamebazz ডেস্ক:  হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে হাজির হয়েছে 'মেড ইন ইন্ডিয়া' একটি অ্যাপ। নতুন এই অ্যাপের নাম সন্দেশ। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ তৈরি করেছে। আপাতত শুধুমাত্র অ্যাপেল গ্রাহকরা অ্যাপ স্টোর থেকে সন্দেশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন।


যদিও এখনও গুগল প্লে স্টোরে সন্দেশ অ্যাপ দেখা যায়নি। কিন্তু এপিকে ফাইল ডাউনলোড করে সন্দেশ অ্যাপ ব্যবহার শুরু করতে পারবেন অ্যানড্রয়েড গ্রাহকরা। সন্দেশের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপের এপিকে ডাউনলোড করা যাবে। এছাড়াও থাকছে একটি ওয়েব ভার্সন।


হোয়াটসঅ্যাপের প্রায় সব ফিচার পেয়ে যাবেন সন্দেশে। হোয়াটসঅ্যাপের অন্যতম জনপ্রিয় ফিচার মেসেজিংয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এর ফলে আপনার পাঠানো মেসেজ যাকে পাঠাচ্ছেন সে ছাড়া অন্য কেউ পড়তে পারবেন না। এর ফলে সুরক্ষিত ভাবে মেসেজ পাঠানো যায়। 


সন্দেশেও মেসেজিঙয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকছে। থাকছে অডিও ও ভিডিও কল করার সুবিধা। এছাড়াও হোয়াটসঅ্যাপের মতোই সন্দেশ ব্যবহার করেও মাল্টিমিডিয়া ফাইল পাঠানো যাবে। এছাড়াও সন্দেশে থাকছে আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার।


এছাড়াও সন্দেশ রয়েছে কন্টাক্ট শেয়ারিং, মেসেজ স্টাইলিং, ট্যাগিং ও চ্যাট ব্যাক-আপের সুবিধা।


অ্যানড্রয়েড ও আইফোনে সন্দেশ ব্যবহারের ধাপে ধাপে গাইড দেখে নিন।


কী কী প্রয়োজন?


আইওএস ১১ অথবা বেশি ভার্সন


অ্যানড্রয়েড ৫.০ অথবা বেশি ভার্সন


একটি ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর


ইন্টারনেট কানেক্টিভিটি


আইফোনে সন্দেশ ডাউনলড করবেন কীভাবে?


অ্যাপ স্টোর ওপেন করুন


সার্চ Sandes


গেট বাটনে ক্লিক করে ইন্সটল করুন


অ্যানড্রয়েড ফোনে সন্দেশ ডাউনলোড করবে কীভাবে?


https://www.gims.gov.in/dash/dlink – লিঙ্ক ওপেন করুন


ডাউনলড করে ইন্সটল করে নিন।


সন্দেশ সেট আপ করে ব্যবহার শুরু করবেন কীভাবে?


১। অ্যাপ ওপেন করে ফোন নম্বর দিন।


২। এবার ফোনের ওটিপি দিয়ে ভেরিফাই করুন।


৩। এর পরে লিঙ্গ সিলেক্ট করুন।


৪। সন্দেশ সেট আপ হয়ে গিয়েছে। এবার আপনার প্রিয়জনের সঙ্গে সন্দেশ ব্যবহার করে চ্যাট শুরু করে দিন।