জানেন কোন অ্যাপগুলো আপনার তথ্য চুরি করছে ? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ


Gamebazz  ডেস্ক: আপনি দামি ফোন কিনছেন, যাতে আপনার তথ্য সুরক্ষিত থাকে। কিন্তু তার পরেও আপনার অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য চলে যাচ্ছে অন্য প্ল্যাটফর্মে। মূলত কোন কোন অ্যাপস আপনার ফোন থেকে গোপনে তথ্য সংগ্রহ করে এবং তা বিক্রি করে, সেগুলি দেখে নিন।


যে অ্যাপগুলি থার্ড পার্টি শেয়ারের জন্য সবথেকে বেশি তথ্য সংগ্রহ করে -


আপনার ফোনের সবথেকে বেশি তথ্য সংগ্রহ করে ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। সেই ডেটা তারা থার্ড পার্টি অ্যাপের সঙ্গে শেয়ার করে। এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ঠিক কতটা পরিমাণে তথ্য সংগ্রহ করে, দেখে নিন -


* ইন্সটাগ্রাম (79% তথ্য সংগ্রহ করে)

* ফেসবুক (57% তথ্য সংগ্রহ করে)

* লিঙ্কড্ইন (50% তথ্য সংগ্রহ করে)

* উব‌‌র ইটস (50% তথ্য সংগ্রহ করে)

* ট্রেনলাইন (43% তথ্য সংগ্রহ করে)

* ইউটিউব (43% তথ্য সংগ্রহ করে)

* ইউটিউব মিউজিক (43% তথ্য সংগ্রহ করে)

* ডেলিভারি (36% তথ্য সংগ্রহ করে)

* ডুওলিঙ্গো (36% তথ্য সংগ্রহ করে)

* ইবে (36% তথ্য সংগ্রহ করে)


আপনার ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি কোম্পানির কাছে শেয়ার করায় এক নম্বরে রয়েছে ইন্সটাগ্রাম। আপনি অনলাইনে কী কেনাকাটা করেছেন অথবা ব্যক্তিগত তথ্য ও ব্রাউজিং হিস্ট্রি - ইন্সটাগ্রাম আপনার সব তথ্যই বিজ্ঞাপনের জন্য শেয়ার করে। এই কারণেই ইন্সটাগ্রাম ফিডে এত প্রোমোটেড কন্টেন্ট দেখা যায়।


নিজের জন্য আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে যে অ্যাপগুলি -


এমন কিছু অ্যাপ রয়েছে যেগুলি নিজেদের সুবিধার জন্য গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। বিভিন্ন কারণে এই ডেটা সংগ্রহ করা হলেও মূল কারণ অবশ্যই বিজ্ঞাপন। কিছু ক্ষেত্রে গ্রাহকের সুবিধার জন্যও বিজ্ঞাপন দেখানো হয়। জন্মদিনে ইউজারকে বিশেষ কুপন অথবা অন্যান্য সুবিধা দিতেই অনেক অ্যাপ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। দেখে নিন, এই রকম কয়েকটি অ্যাপ -


* ফেসবুক

* ইন্সটাগ্রাম

* ক্লার্না

* গ্রাভাব

* উবর

* উবর ইটস

* ইবে

* জাস্ট ইট

* লিঙ্কড্ইন

* টুইটার



সবচেয়ে ক্ষতিকারক অ্যাপ -


এই তালিকার ৪০ শতাংশ অ্যাপ সোশ্যাল মিডিয়া অ্যাপ। কোন অ্যাপগুলি সবথেকে বেশি তথ্য সংগ্রহ করে, দেখে নিন।


* ইন্সটাগ্রাম (62% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* ফেসবুক (55% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* উবর ইটস (50% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* ট্রেনলাইন (50% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* ইবে (43% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* লিঙ্কডইন (40% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* টুইটার (40% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* ইউটিউব (36% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* ইউটিউব মিউজিক (36% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)

* গ্রাবহাব (36% ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে)


এবার দেখে নিন এমন কিছু অ্যাপ যেগুলি আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না।


* সিগন্যাল

* ক্লাবহাউস

* নেটফ্লিক্স

* মাইক্রোসফট টিমস

* গুগল ক্লাসরুম

* শাজম

* ইটসি

* স্কাইপ

* টেলিগ্রাম

* বুহু


বিগত কয়েক মাসে গ্রাহকের প্রাইভেসির বিষয়ে বারবার আওয়াজ তুলেছে টেলিগ্রাম, সিগন্যাল, ক্লাবহাউসের মতো অ্যাপগুলি। বিশেষ করে হোয়াটসঅ্যাপের বিতর্কিত প্রাইভেসি পলিসি সামনে আসার পরই বিকল্প হিসেবে এই অ্যাপগুলি জনপ্রিয় হয়েছে।