আপনার ব্যবসা আরও বড় করার সুযোগ দিচ্ছে Jio Business Plan


Gamebazz  ডেস্ক: ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একসঙ্গে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়েছে Jio Business। মুকেশ আম্বানির এই কোম্পানি Jio Business সম্পর্কে দাবি করছে, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ইন্টিগ্রেটেড এন্টারপ্রাইজ-গ্রেড ভয়েস এবং ডেটা পরিষেবার সঙ্গেই বড় ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতার জন্য ডিজিটাল সলিউশন ও বিভিন্ন ডিভাইস সরবরাহ করা হবে। এর ফলে অন্য যে কোনও সার্ভিস প্রোভাইডারের দশ ভাগের এক ভাগ খরচ হবে বলে জানিয়েছে Jio। এই Jio Business-এর প্রধান তিনটি স্তম্ভ 'বিশ্বমানের ফাইবার কানেকটিভিটি', 'ডিজিটাল সলিউশন' ও 'ডিভাইস'।

মাসে 901 টাকা থেকে Jio Business-এর প্ল্যান শুরু হচ্ছে। সর্বোচ্চ 10,001 টাকা পর্যন্ত প্ল্যান রয়েছে। 901 টাকা প্ল্যানে 100 Mbps স্পিডে 3,300 GB ডেটা ব্যবহার করা যাবে। এর সঙ্গেই থাকছে একটি ল্যান্ডলাইন ফোন, সেখানে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 500 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।

1,201 টাকা প্ল্যানে 150 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে 3,300 GB ডেটা। সঙ্গে পাবেন দুটি ল্যান্ডলাইন কানেকশন ও আনলিমিটেড কল। এছাড়াও অফিস 365 সুইটের দুটি লাইসেন্স ও 10টি Jio অ্যাটেন্ড্যান্সের লাইসেন্স পাওয়া যাবে। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 3,000 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।

2,001 টাকা প্ল্যানে 300 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে 3,300GB ডেটা। সঙ্গে পাবেন চারটি ল্যান্ডলাইন কানেকশন ও আনলিমিটেড কল। এছাড়াও অফিস 365 সুইটের চারটি লাইসেন্স ও 10টি Jio অ্যাটেন্ডেন্সের লাইসেন্স পাওয়া যাবে। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 3,000 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।

3,001 টাকা প্ল্যানে 500 Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে 3,300GB ডেটা। সঙ্গে পাবেন চারটি ল্যান্ডলাইন কানেকশন ও আনলিমিটেড কল। এছাড়াও অফিস 365 সুইটের ছয়টি লাইসেন্স ও 10টি Jio অ্যাটেন্ড্যান্সের লাইসেন্স পাওয়া যাবে। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 3,000 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।

5,001 টাকা প্ল্যানে 1 Gbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে 4,500GB ডেটা। সঙ্গে পাবেন চারটি ল্যান্ডলাইন কানেকশন ও আনলিমিটেড কল। এছাড়াও অফিস 365 সুইটের 10টি লাইসেন্স ও 20টি Jio অ্যাটেন্ড্যান্সের লাইসেন্স পাওয়া যাবে। এছাড়াও থাকছে Jio মিটের দুটি লাইসেন্স। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 3,000 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।

7,001 টাকা প্ল্যানে 1 Gbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে 6,500GB ডেটা। সঙ্গে পাবেন আটটি ল্যান্ডলাইন কানেকশন ও আনলিমিটেড কল। এছাড়াও অফিস 365 সুইটের 15টি লাইসেন্স ও 30টি Jio অ্যাটেন্ড্যান্সের লাইসেন্স পাওয়া যাবে। এছাড়াও থাকছে Jio মিটের তিনটি লাইসেন্স। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 4,000 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।

10,001 টাকা প্ল্যানে 1 Gbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। থাকছে 10,000GB ডেটা। সঙ্গে পাবেন আটটি ল্যান্ডলাইন কানেকশন ও আনলিমিটেড কল। এছাড়াও অফিস 365 সুইটের 25টি লাইসেন্স ও 50টি Jio অ্যাটেন্ড্যান্সের লাইসেন্স পাওয়া যাবে। এছাড়াও থাকছে Jio মিটের চারটি লাইসেন্স। এই প্ল্যান কেনার সময় গ্রাহককে একবার 4,000 টাকা দিতে হবে, যা ফেরৎযোগ্য।