ভারতে লঞ্চ হল Redmi Note 10 Series-এর তিনটি স্মার্টফোন , জানুন দাম ও স্পেসিফিকেশনস


Gamebazz  ডেস্ক: ভারতে লঞ্চ করে গেল বহু প্রতিক্ষিত Redmi Note 10 Series। কোম্পানি দাবি করছে, এই নতুন ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলি একদিকে যেমন কম দামের, সেই সঙ্গে ফিচার্সে যে কোনও দামি হ্যান্ডসেটকে টেক্কা দিতে পারে। এই সিরিজের ঠিক পূর্ববর্তী ফ্ল্যাগশিপ অর্থাৎ Redmi Note 9 Series-এর থেকে অনেক আকর্ষণীয় স্পেসিফিকেশনসই রয়েছে Redmi Note 10 Series-এ। এটিই প্রথম Note সিরিজ, যেখানে সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে হাই রিফ্রেশ রেট।


এছাড়াও Xiaomi-র এই Redmi 10 Series-এর ফোনে রয়েছে IP রেটিং এবং স্ক্রিনের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে ফোনের ঠিক ডান দিকে। রেডমি নোট টেন সিরিজে মোট তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই তিনটি মডেলেই অপারেটিং সিস্টেম হিসেবে MIUI 12 বেসড Android 11-এর আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে। Xiaomi দাবি করছে, কয়েক মাসের মধ্যেই লেটেস্ট MIUI 12.5 অপারেটিং সিস্টেম দেওয়া হবে এই তিনটি ফোনে।


Redmi Note 10 Pro Max-এর দাম -


Xiaomi-র নতুন Redmi Note 10 Pro Max স্মার্টফোনের বেস মডেল অর্থাৎ 6GB/64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে মাত্র 18,999 টাকা। অন্য দিকে আবার ফোনটির 6GB/128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 19,999 টাকা। এছাড়াও এই স্মার্টফোনের আর একটি 8GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে। সেই মডেলের দাম ভারতে 21,999 টাকা। Redmi Note 10 Pro Max-এর তিনটি কালার ভ্যারিয়্যান্ট রয়েছে - ভিন্টেজ ব্রোঞ্জ, গ্লেসিয়ার ব্লু এবং ডার্ক নাইট।



Redmi Note 10 Pro-র দাম -


ভারতে Redmi Note 10 Pro হ্যান্ডসেটের 6GB/64GB বেস মডেলের দাম 15,999 টাকা। ফোনটির 6GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 16,999 টাকা। অন্য দিকে ফোনের 8GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 18,999 টাকা। Redmi Note 10 Pro এবং Redmi Note 10 Pro Max হ্যান্ডসেট দুটির কালার ভ্যারিয়্যান্টস একই।


Redmi Note 10-এর দাম -


এই সিরিজে সবথেকে সস্তার মডেল Redmi Note 10। ফোনটির 4GB/64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা। আবার ফোনটির 6GB/128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 13,999 টাকা। এই Redmi Note 10-এর তিনটি কালার ভ্যারিয়্যান্ট রয়েছে - অ্যাকোয়া ব্লু, ফ্রস্ট হোয়াইট এবং শ্যাডো ব্ল্যাক।


Redmi 10 Series ফিচার্স ও স্পেসিফিকেশনস -


Redmi Note 10 Pro Max ফিচার্স ও স্পেসিফিকেশনস -


Xiaomi-র এই ফ্ল্যাগশিপ সিরিজের সবথেকে আকর্ষণীয় স্মার্টফোন Redmi Note 10 Pro Max। এই ফোনে একটি 6.67 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য এই মডেলে Qualcomm Snapdragon 732G প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 8GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.2 বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে।


এই Redmi Note 10 Pro Max স্মার্টফোনে কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর ISOCELL HM2। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5MP 'সুপার ম্যাক্রো' সেন্সর এবং সেই সঙ্গেই রয়েছে একটি 2x টেলিফোটো লেন্স। চতুর্থ সেন্সর হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের সামনে একটি 16MP 2.96-mm পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা ডিপার্টমেন্টের সফ্টওয়্যার আরও উন্নততর করতে নাইট মোড 2.0, ছবি ও ভিডিয়োর জন্য ম্যাজিক ক্লোন মোড, লং এক্সপোজ়ার মোড ও ভিডিয়োর জন্য প্রো মোড।

Redmi Note 10 Pro Max Specs



এই ডিভাইসে একটি 5020mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের রিটেইল বক্সের ভিতরেই একটি অ্য়াডাপ্টারও থাকছে। Xiaomi-র তরফে দাবি করা হচ্ছে, মাত্র আধ ঘণ্টার ব্যবধানে 0 থেকে 60% শতাংশ চার্জ করে দিতে সক্ষম এই ফোন। অপারেটিং সিস্টেম হিসেবে এই মডেলে Android 11 এবং MIUI 12 আউট অফ দ্য বক্স রয়েছে।


Redmi Note 10 Pro ফিচার্স ও স্পেসিফিকেশনস -


এই Redmi Note 10 Pro স্মার্টফোনে সুপার AMOLED স্ক্রিন থাকছে Redmi Note 10 Pro Max-এর মতোই। ফোনটি চালিত হবে Qualcomm Snapdragon 732 G প্রসেসর দ্বারা। আগের মডেলের মতোই এতেও থাকছে 5,020 mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কেবল মাত্র ক্যামেরা সেটআপে দুই ফোনে অল্পবিস্তর ফারাক রয়েছে। এই Redmi Note 10 Pro মডেলে একটি 64MP প্রাইমারি সেন্সর রয়েছে।


Redmi Note 10 ফিচার্স ও স্পেসিফিকেশনস -


Xiaomi-র এই Redmi Note 10 হ্যান্ডসেটে 6.43 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 60Hz। প্রসেসর হিসেবে এই ফোনে Qualcomm-এর নতুন Snapdragon 678 চিপসেট থাকছে, যা পেয়ার করা রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজের সঙ্গে। Redmi Note 10 মডেলে একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোয়াড ক্যামেরা সেটআপের এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 48MP Sony IMX 582 প্রাইমারি সেন্সর, একটি 8MP ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর।