তাক লাগানো ফিচার্স নিয়ে অবশেষে হাজির হল Samsung Galaxy A52 ও Galaxy A72!

Gamebazz  ডেস্ক: বছরের দ্বিতীয় Galaxy আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হল বুধবার। আর এই দিনেই চমৎকার তিনটি  স্মার্টফোন লঞ্চ করল Samsung। এদিন কোম্পানি Galaxy A Series-এর যে তিনটি নতুন মডেল লঞ্চ করেছে, সেগুলি হল - Samsung Galaxy A52, Galaxy A52 5G এবং Galaxy A72।


লঞ্চ হওয়া এই তিনটি স্মার্টফোন আরও বেশি করে ফোকাস করছে ক্যামেরা ডিপার্টমেন্ট, ডিসপ্লে এবং Galaxy ইকোসিস্টেমের উপরে। তিনটি ফোনেই রয়েছে কোয়াড-ক্যামেরা সেটআপ, 64MP প্রাইমারি শ্যুটার এবং হাইয়ার রিফ্রেশ রেট, 800nits ব্রাইটনেস। Galaxy A সিরিজের এই তিনটি নতুন মডেল Galaxy Buds, Galaxy SmartTag এবং Buds Together - ইত্যাদি সাপোর্ট করবে। এছাড়াও ফোনগুলিতে রয়েছে IP67 ডাস্ট এবং ওয়াটার-রেজিস্ট্যান্ট কোটিং এবং Android 11 অপারেটিং সিস্টেমে চলবে।


এছাড়াও Samsung Galaxy A52, Galaxy A52 5G এবং Galaxy A72 ফোন তিনটিরই মূল ফোকাস পয়েন্ট হল স্থায়িত্ব। কোম্পানির তরফে দাবি করা হচ্ছে যে, নতুন লঞ্চ হওয়া এই তিনটি ফোনেই পাল্প মোল্ড এবং পেপার ব্যবহার করবে, যাতে অব্যবৃত স্পেস এবং প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত উপকরণ মিনিমাইজ করা যায়।


Samsung Galaxy A52 স্পেসিফিকেশনস -


এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে এবং Infinity-O কাটআউট। চমৎকার এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং রেজোলিউশন 1080x2400 পিক্সেলস। ফোনটিতে একটি অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে 4GB, 6GB ও 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ স্পেসের সঙ্গে।



ক্যামেরা ডিপার্টমেন্টের দিক থেকে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP ক্যামেরা, একটি 12MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, একটি 5MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 5MP ডেপথ্ সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে এই হ্যান্ডসেটে একটি 32MP সেলফি ক্যাম দেওয়া হয়েছে। একটি 4,500mAh ব্যাটারি এই ফোনের পাওয়ার শক্তিশালী করবে এবং তা 25W ফাস্ট-চার্জিংও সাপোর্ট করবে। Android 11-এর সাহায্যে।



Samsung Galaxy A52 5G স্পেসিফিকেশনস -


এই ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে এবং সেই সঙ্গেই একটি Infinity-O কাটআউট। এই 5G সাপোর্টেড ফোনের ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের জন্য ফোনটিতে একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা পেয়ার করা থাকছে 6GB/8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে।



এই 5G মডেলের ক্যামেরা সেটআপ হুবহু মিল রয়েছে Samsung Galaxy A52-র সাধারণ হ্যান্ডসেটের সঙ্গে। তবে কানেক্টিভিটি অপশনে বেশ কিছু ফারাক রয়েছে। Galaxy A52 মডেলে যেখানে 4G LTE কানেক্টিভিটি দেওয়া হয়েছে, ঠিক সেখানেই Galaxy A52 5G স্মার্টফোনে রয়েছে 5G কানেক্টিভিটি।


Samsung Galaxy A72 স্পেসিফিকেশনস -


Samsung Galaxy A72 ফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে এবং সেখানেই রয়েছে একটি Infinity-O কাটআউট। চমৎকার এই ডিসপ্লের স্ক্রিন রিফ্রেশ রেট 90Hz এবং রেজোলিউশন 1080x2400 পিক্সেলস। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর, যা পেয়ার করা থাকছে 6GB/6GB RAM এবং 256GB স্টোরেজ স্পেসের সঙ্গে।


ক্যামেরা ডিপার্টমেন্টের দিক থেকে Galaxy A72 ফোনটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। এই রিয়ার প্যানেলের প্রাইমারি সেন্সর 64MP। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 12MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5MP ম্যাক্রো সেন্সর এবং একটি 8MP টেলিফোটো লেন্স। ফোনের সামনে রয়েছে একটি 32MP সেলফি ক্যামেরা। 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা 25W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।


Galaxy A Series-এর এই তিনটি ফোনেরই মোট চারটি কালার ভ্যারিয়্যান্টস থাকছে - Awesome Violet, Awesome Blue, Awesome Black, এবং Awesome White। আপাতত এই তিনটি ফোন লঞ্চ করেছে ইউরোপে। খুব শীঘ্রই ভারতেও হাজির হবে বলে জানা গিয়েছে। এদের মধ্যে Samsung Galaxy A52 মডেলের দাম 349 Euros (30,169 টাকা প্রায়), Galaxy A52 5G-র দাম 429 Euros (37,085 টাকা প্রায়) এবং Galaxy A72 স্মার্টফোনের দাম 449 Euros (38,814 টাকা)।