Voter List-ই আপনার নাম আছে তো? অনলাইনে Voter Slip যেভাবে ডাউনলোড করবেন


Gamebazz  ডেস্ক: মোট আট দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections) হচ্ছে 2021 সালে, যা 27 মার্চ থেকে শুরু হয়ে, চলবে 29 এপ্রিল পর্যন্ত। মোট 294টি বিধানসভা কেন্দ্রের ভোট আটটি দফায় ভাগ করেছে নির্বাচন কমিশন। বাংলায় কোন দল ক্ষমতায় আসছে, তা জানা যাবে 2 মে। ইতিমধ্যেই 27 মার্চ, 1 এপ্রিল, ৬ ই এপ্রিল - প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার নির্বাচন হয়ে গিয়েছে বঙ্গে। শনিবার ১০ এপ্রিল বাংলায় তৃতীয় দফার নির্বাচন (West Bengal Assembly Elections 3rd Phase)।


এক্কেবারে 29 এপ্রিল অষ্টম তথা শেষ দফার নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। তবে, ভোটার লিস্টে (Voter List) আপনার আদৌ নাম উঠেছে কিনা, তা চেক করে দেখেছেন? কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই আপনি জানতে পারবেন Voter List-এ আপনার নাম রয়েছে কিনা। সেই সঙ্গেই অনলাইনে Voter Slipও ডাউনলোড করে নিতে পারবেন। কী ভাবে, জেনে নিন।


Voter List-এ আপনার নাম রয়েছে কিনা, কী ভাবে চেক করবেন?


* প্রথমেই Election Commission of India-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান। 

* এবার 'Search name in voter list' অপশনে ক্লিক করুন, যা হোম পেজের ঠিক বাঁ দিকেই দেখতে পাবেন।

* সেখানে ক্লিক করলেই আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, যার নাম 'National Voters' Service Portal'।

* দুটি অপশন দেখতে পাবেন - তার একটি হল 'Search By Details' এবং অপরটি 'Search By EPIC No'। এই দুটি অপশনের যে কোনও একটি সিলেক্ট করে নিজের নাম খুঁজে পাবেন Voter List-এ।


'Search By Details' দিয়ে Voter List-এ আপনার নাম খুঁজতে এই পদ্ধতিগুলি মেনে চলুন -


* আপনার ব্যক্তিগত সব তথ্য দিয়ে দিন এবং সেই সঙ্গেই নিজের রাজ্য ও জেলার নামও দিন।


* এছাড়াও সেখানে একটি ম্যাপ অপশন দেখতে পাবেন। সেই ম্যাপ থেকে আপনার নিজের জেলার নাম খুঁজে পাবেন।

* এবার আপনার বিধানসভা কেন্দ্রের নামটি দিন এবং Captcha কোডও দিয়ে দিন।

* Search অপশনে ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য স্ক্রিনে হাজির হবে।


'Search By EPIC No' দিয়ে Voter List-এ আপনার নাম খুঁজতে এই পদ্ধতিগুলি মেনে চলুন -


* আপনার Voter ID কার্ডে যে EPIC নম্বর রয়েছে, সেটি মেনশন করতে হবে।

* আপনার রাজ্যের নাম এবং Captcha কোড দিয়ে দিন।

* এবার Search অপশনে ক্লিক করুন, আপনার স্ক্রিনে সমস্ত তথ্য হাজির হবে।


অনলাইনে Voter Slip কী ভাবে ডাউনলোড করবেন -


* প্রথমেই Chief Electoral Officer, West Bengal ওয়েবসাইটে চলে যান।

* এবার 'Electoral Roll (Voters List)'-এ গিয়ে Search করুন।

* আপনার জেলার নামে ক্লিক করুন।

* আপনার বিধানসভা কেন্দ্রটি এবং তার নম্বর বাছাই করুন ঠিক যেখানে আপনার লোকালিটি মেনশন করা আছে।

* এবার Captcha কোডটি দিয়ে দিন, তাহলেই Voter List আপনার সামনে খুলে যাবে এবং সেখান থেকেই আপনি ভোটার স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন