PAN-Aadhaar Link হয়েছে কিনা, তা কী করে বুঝবেন?


Gamebazz  ডেস্ক: PAN-Aadhaar Link না করলে আপনার প্যান কার্ড বাতিল হতে পারে। এমনকি 1000 টাকা জরিমানা পর্যন্ত হতে পারে।এমনই এক পরিস্থিতিতে অনেকেই PAN-Aadhaar Link করেছেন। কী ভাবে PAN-Aadhaar Link করবেন, সেই পদ্ধতি আমরা আগেই জানিয়েছি। কিন্তু PAN-Aadhaar Link করার পর আদৌ তা ঠিকঠাক ভাবে লিঙ্কিং হয়েছে কী না, তাও তো যাচাই করে নেওয়া প্রয়োজন। তাই আপনার PAN-Aadhaar Link আদৌ হয়েছে কী না, তা জেনে নিন।


PAN-Aadhaar Link হয়েছে কিনা, তা কী করে বুঝবেন?


পদ্ধতি 1 - প্রথমেই চলে যান I-T ডিপার্টমেন্টের ই-ফাইলিং পোর্টালে। এই লিঙ্কে ক্লিক করুন- https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html


পদ্ধতি 2 - আপনার PAN এবং Aadhaar কার্ডের সমস্ত তথ্য দেওয়ার জন্য তৈরি থাকুন।


পদ্ধতি 3 - আপনার সামনে একটি বক্স আসবে। সেখানে PAN এবং Aadhaar কার্ডের নম্বর দিয়ে দিন।


পদ্ধতি 4 - এবার 'View Link Aadhaar Status' অপশনে ক্লিক করুন।


পদ্ধতি 5 - একটি নতুন স্ক্রিন খুলে যাবে। সেখানেই দেখানো হবে আপনার PAN-Aadhaar Linking-এর স্টেটাস।



প্রসঙ্গত, 2017 সালেই প্রথম বার PAN-Aadhaar Link করার বিষয়টি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তার পর থেকে বহু বার ডেডলাইন পিছিয়ে গিয়েছে। তবে ৩০ শে জুনের মধ্যে এই কাজটি না সেরে ফেললে, অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন!