কোনো চ্যাট,ফাইল না হারিয়ে যেভাবে WhatsApp ডিলিট করবেন


Gamebazz  ডেস্ক: হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতিটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, অনেকে এই গোপনীয়তা নীতি নিয়ে খুব অসন্তুষ্টও। এমন পরিস্থিতিতে লোকেরা হোয়াটসঅ্যাপ ছেড়ে যেতে চায় তবে ডেটা মুছে যাওয়ার ভয়ে ডিলিট করতে পারছে না। তবে আপনি যদি ডেটা ঠিক রেখে যদি চিরকালের জন্য হোয়াটসঅ্যাপ ডিলিট করতে চান তবে সঠিক উপায়টি জেনে নিন -


অ্যাকাউন্ট ডিলিট করার আগে হোয়াটসঅ্যাপ ডেটা ডাউনলোড করতে হবে। যেভাবে ডাউনলোড করবেন -


স্টেপ  1: হোয়াটসঅ্যাপ চ্যাট এক্সপোর্ট করতে আপনাকে হোয়াটসঅ্যাপ -> সেটিংস -> চ্যাট -> চ্যাট হিস্ট্রি -> চ্যাট এক্সপোর্ট করতে হবে।

স্টেপ  ২: এবার সেই কনট্যাক্ট নম্বরগুলোতে প্রেস করুন যাদের চ্যাট আপনি এক্সপোর্ট করতে চান 

স্টেপ  ৩:  এখানে আপনার ‘Include মিডিয়ার অপশন দেখাবে যেখানে আপনি চ্যাট ছাড়াও ছবি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। 

স্টেপ  ৪: এখন আপনি যে স্টোরেজ অ্যাপ্লিকেশনে চ্যাট এক্সপোর্ট করতে চান তা নির্বাচন করুন, যেমন গুগল ড্রাইভ এবং জিমেইলের মতো অ্যাপ্লিকেশন। এইভাবে আপনার চ্যাট এক্সপোর্ট হয়ে যাবে। 



WhatsApp Account  ডিলিট করবেন কিভাবে 


১.WhatsApp খোলার পর তিনটি বিন্দুর যে আইকনটি আছে সেখানে প্রেস করুন। 

২. সেটিংস -অ্যাকাউন্ট> ডিলিট মাই অ্যাকাউন্ট। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে ডিলিট মাই অ্যাকাউন্ট-এ প্রেস করুন। তারপর আপনি কেন অ্যাকাউন্ট ডিলিট করতে চান তা জানান। তারপর আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।