করোনাকালে Airtel-এর দুর্দান্ত প্ল্যান! বিনামূল্যে করা যাবে রিচার্জ



Gamebazz  ডেস্ক: করোনা পরিস্থিতিতে লো-ইনকাম গ্রাহকদের জন্য সুখবর দিল Airtel।  মোট ৫৫ মিলিয়ন ব্যবহারকারীকে বিনামূল্যে দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করবে এই সংস্থা। করোনা পরিস্থিতিতে যোগাযোগ অটুট রাখতে এয়ারটেলের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে ব্যবহারকারীরা।


Airtel-র তরফে জানানো হয়েছে, ৪৯ টাকার একটি প্ল্যান বিনামূল্যে অফার করা হবে স্বল্প রোজগেরে গ্রাহকদের। এতে থাকবে ৩৮ টাকা টকটাইম ও ১০০ এমবি ডেটা। যা ব্যবহারের মেয়াদ ২৮ দিন। অপরদিকে এয়ারটেলের ৭৯ টাকা মূল্যের একটি প্ল্যান রয়েছে। করোনা কালে সেটিতে ডবল বেনিফিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা প্রকাশ করেছে এয়ারটেল। সেখানে সংস্থার তরফে জানানো হয়েছে, লো-ইনকাম ব্যবহারকারীরা করোনা পরিস্থিতিতেও যাতে প্রিয়জনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই এই প্ল্যানের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।  এই প্রথম নয়, ২০২০ সালে যখন প্রথম করোনা থাবা বসিয়েছিল দেশে সেই সময়ও লো-ইনকাম ইউজারদের কথা ভেবে আকর্ষণীয় প্ল্যান এনেছিল এয়ারটেল।