UPI ID ভুলে গিয়েছেন? এই সহজ উপায়ে এখনই বদলে নিন



Gamebazz  ডেস্ক: UPI ID ব্যবহার করে সহজেই টাকা পাঠানো যায়, পোশাকি ভাষায় যাকে বলে মানি ট্রান্সফার। এই পদ্ধতিতে এক দিনে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা সম্ভব। যদিও এই সীমা প্রত্যেকটি ব্যাঙ্কের জন্য আলাদা। অনেকেই UPI ID তৈরির সময় তাড়াহুড়োর মধ্যে ভুল করে বসেন। যদিও পরে এই UPI ID বদল করা সম্ভব। এক নজরে দেখে নিন সব জনপ্রিয় অ্যাপে UPI ID বদল করবেন কী ভাবে?


BHIM অ্যাপ ব্যবহার করে UPI ID বদলাবেন কী ভাবে?


* স্মার্টফোনে BHIM অ্যাপ ওপেন করে লগ ইন করুন।

* নীচের মেনু থেকে প্রোফাইল সিলেক্ট করুন।

* এখানে UPI ID দেখতে পাবেন।

* তার নীচেই Add UPI ID সিলেক্ট করুন।

* এবার নিজের পছন্দের UPI ID এন্টার করুন।

* Check Availability -তে ক্লিক করুন

* Confirm -এ ক্লিক করুন।

* তার পরে নতুন UPI IDটি Set Default করে দিন।


Google Pay ব্যবহার করে UPI ID বদলাবেন কী ভাবে?


* Google Pay ওপেন করুন।

* ডান দিকে উপরে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

* এখানে Payment Method সিলেক্ট করুন।

* এবার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI ID দেখতে চান, সেটি সিলেক্ট করুন।

* এর পরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকা UPI ID সিলেক্ট করুন।

* তার পাশেই দেখতে পাবেন একটি '+' চিহ্ন।

* সেখানে নতুন UPI ID দিয়ে দিন।

* এবার Confirm করুন


Google UPI ID খুঁজে পাবেন কী ভাবে?


* Google Pay ওপেন করুন।

* ডান দিকে উপরে নিজের ছবি সিলেক্ট করুন।

* এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন।

* তার পরে যে অ্যাকাউন্টের UPI ID দেখতে চান, সেটি সিলেক্ট করুন।

* এখানে আপনি অ্যাকাউন্টের UPI ID দেখে নিতে পারবেন।