Bank Privatisation: কর্মীদের জন্যে আকর্ষণীয় VRS পরিকল্পনা করছে কেন্দ্র



Gamebazz  ডেস্ক: ব্যাঙ্ক বেসরকারিকরণের উপর জোর দিয়েছে মোদী সরকার।  ২০২০-২১ আর্থিক বাজেটে ব্যাঙ্কগুলোর বেসরকারিকরণ নিয়ে বড় ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে আর এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র সরকার। সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শিগগিরই ওই সরকারি ব্যাঙ্কের কর্মচারীদের জন্যে আকর্ষণীয় ভলেন্টিয়ারি রিটারমেন্টের ঘোষণা করতে চলেছে সরকার। সরকারের দাবি আকর্ষণীয় ভিআরএস পরিকল্পনার মাধ্যমে ব্যাঙ্ক অধিগ্রহণটি আরও মসৃনভাবে হবে। ব্যাঙ্ক সংযুক্তিকরণের সময় এইরকম ভিআরএস প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। 


সরকারের ঘোষণা অনুসারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank) এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Central Bank of India) শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য কেন্দ্রীয় সরকার চলতি অর্থবছরে সরকারী সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানে শেয়ার বিক্রি করে ১৭৫ লক্ষ কোটি টাকা সরকারি তহবিলে সঞ্চয় বাড়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে। দুটি সরকারী ব্যাঙ্ক এবং একটি বীমা সংস্থার বেসরকারীকরণও সরকারের এই লক্ষ্যের একটি অংশ।বেসরকারীকরণের জন্য, নীতি আয়োগের নজর সেই ৬ টি ব্যাঙ্কের দিকে রয়েছে যারা এখনও সংযুক্তিকরণ প্রক্রিয়ায় আসেনি। এর মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক।