বেসরকারিকরণের পথে আরও ১০টি সরকারি সংস্থা, রয়েছে রেলও



Gamebazz  ডেস্ক: বেসরকারিকরণের উপর আরোও জোর দিল মোদী সরকার। আরও ১০টি মাঝারি মাপের রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করতে চলেছে কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে বেসরকারিকরণের জন্যে অফার ফর সেল বিকল্পটি বেছে নেওয়া হতে পারে। ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ কৌশলগত বিনিয়োগ সম্পর্কিত সময়সীমা ও অন্যান্য তথ্য জানতে চেয়েছেন। ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট এন্ড পাবলিক এসেট ম্যানেজমেন্ট ও নীতি আয়োগকে একটি তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে যার মাধ্যমে সরকার নিজের অংশ বিক্রি করতে পারবে। জানা যাচ্ছে ওই তালিকায় জলবিদ্যুত, লোহা ইস্পাত, মিনারেলস, রেল, ইন্সুরেন্স কোম্পানি রয়েছে। 


সূত্র মারফত জানা গিয়েছে যে, নেইভেলি লিগনাইট, Kudremukh Iron Ore Company Limited, Satluj Jal Vidyut Nigam Ltd , Housing and Urban Development Corporation Ltd , Minerals and Metals Trading Corporation , জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, New India Assurance নাম ওই লিস্টে রয়েছে। এ ছাড়া, ভারতীয় রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, রেল বিকাশ নিগম এবং মাজাগন ডক শিপ বিল্ডার্সের নাম রয়েছে। সরকারি এই তিন সংস্থার শেয়ার দ্বিতীয়বার বিক্রি করতে পারে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে অফার ফর সেল বিকল্পটি বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। 


ইতিমধ্যেই নীতি আয়োগ সরকারি ব্যাঙ্কের তালিকা কোর কমিটির বৈঠকে জমা দিয়ে। ২০২০-২১ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সরকারী সংস্থাগুলির শেয়ার বিক্রির মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা সরকারি তহবিলের সঞ্চয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।তবে মহামারীটির দ্বিতীয় তরঙ্গের কারণে সরকারের এই পরিকল্পনা সফল হওয়া কঠিন। গত কয়েক বছরে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলির শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহের লক্ষ্য পূরণ হয়নি।