আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করলে পাবেন না রেশন, যেভাবে লিঙ্ক করবেন



Gamebazz  ডেস্ক: সম্প্রতি রাজ্যে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে খুব সহজ কিছু পদ্ধতির সাহায্যেই এই কাজ করা যাবে। যত দ্রুত সম্ভব রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া জরুরি। কারণ, তবেই আপনার দুয়ারে রেশন পৌঁছে যাবে। কী ভাবে অনলাইনে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করবেন? জেনে নিন সহজ পদ্ধতি।


পশ্চিমবঙ্গে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করার পদ্ধতি -


* অনলাইনে Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করতে, শুরুতেই পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইট food.wb.gov.in ওপেন করুন।

* ওয়েবসাইটের বাঁ দিকে উপরে 'Ration Card' অপশনে ক্লিক করুন।

* এবার 'Apply Online' অপশন সিলেক্ট করুন।

* ঠিক তার পরেই সিলেক্ট করুন 'Apply for updation of Mobile number and aadhaar card for already exiting ration card{form-11}' অপশন।

* এবার একটি নতুন পেজ ওপেন হবে। ইতিমধ্যেই আপনার রেশন কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, সেই নম্বরটি দিয়ে দিন।

* এখানে আপনার অ্যাকাউন্টের সব তথ্য উঠে আসবে। সেখানে আধার নম্বর দিয়ে প্রয়োজনীয় নথি জমা দিন।

* এর পরে সাবমিট বাটনে ক্লিক করুন।

* আপনার কোন মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে, তা জানা না থাকলে 'I don’t know which mobile number I have in my Ration Card' অপশন সিলেক্ট করুন।

* এর পরে রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নম্বর দিয়ে দিন।

* সব কাজ শেষ হলেই, আপনার অ্যাকাউন্টের তথ্য দেখা যাবে।