ভারতের IT নিয়ম মেনে রিপোর্ট প্রকাশ ফেসবুকের, সরানো হল ৩ কোটি পোস্ট



Gamebazz ডেস্ক: ভারতের নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে রিপোর্ট প্রকাশ করল ফেসবুক। নয়া ডিজিট্যাল নির্দেশিকার ১০টি বিধি লঙ্ঘন করায় ৩ কোটির বেশি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। 


ফেসবুক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দাবি করা হয়েছে, ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে আইন লঙ্ঘনকারী এমন ৩ কোটিরও বেশি পোস্টের  বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, আইন লঙ্ঘনের বিষয়টিকে ১০টি ভাগে ভাগ করা হয়েছে। সেই মতো আইন লঙ্ঘনকারী পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা। 


ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামও তাদের রিপোর্ট প্রকাশ করেছে। আইন লঙ্ঘনকারী এমন ২ কোটি পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ইনস্টাগ্রামের। ফেসবুকের এক মুখপাত্র বলেন, “আমরা এই ধরনের বিষয়বস্তুকে চিহ্নিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে ব্যবহার করছি। এ ছাড়াও কোনও অভিযোগ পেলেই খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়বস্তু আমাদের নীতির বিরুদ্ধে গিয়েছে কি না।” কী কী পদক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে তাদের আগামী রিপোর্ট ১৫ জুলাই প্রকাশিত করা হবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।