আপনার আধার কার্ডটি আসল তো? মেয়াদই বা কতদিন? জেনে নিন সহজ উপায়ে



Gamebazz ডেস্ক: আধার কার্ড এখন সব দেশবাসীর কাছেই খুব গুরুত্বপূর্ণ নথি। যে কোনও সরকারি প্রকল্প, ব্যাঙ্কের কাজে আধারের ব্যবহার এখন বাধ্যতামূলক। যে কোনও জায়গায় আধারকে একটি পরিচয়পত্র হিসাবে গণ্য করা হয়। ব্যাঙ্ক, এয়ারপোর্ট, স্কুল-কলেজে ভর্তি-সহ বিভিন্ন জায়গায় আধারকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। আর সেই সব আধার কার্ডের সঙ্গেই থাকে একটি নম্বর, যাকে বলা হয় আধার নম্বর। যদিও, আজকাল অনেক সময় ভুয়ো আধার কার্ড ব্যবহার করে প্রতারণার কাজ হয়।


তবে, সবথেকে উদ্বেগের বিষয়টি হল, জঙ্গি কার্যকলাপের জন্য আজকাল ব্যাপক হারে ভুয়ো আধার কার্ড ব্যবহৃত হচ্ছে। তাই, আপনার আধার কার্ডটি আসল নাকি ভুয়ো, তা জেনে নেওয়া খুবই জরুরি। যে কোনও আধার কার্ড আসল কিনা, তা জানার খুব সহজ উপায় রয়েছে। আধার আসল না নকল, কী ভাবে বুঝবেন, সেই উপায় জেনে নিন।


আধার কার্ড যাচাই করার উপায়


* প্রথমেই UIDAI এর আধার ভেরিফাই ওয়েবসাইট https://resident.uidai.gov.in/verify ওপেন করুন।

* এবার আপনি যে আধার কার্ড যাচাই করতে চান, তার নম্বর দিয়ে দিন।

* এর পরে Captcha ফিল করে Verify সিলেক্ট করুন।

* এবার সেই আধার কার্ডের স্টেটাস আপনার স্ক্রিনে দেখানো হবে।


যদিও, সুরক্ষার কারণে আপনি আধার কার্ড হোল্ডারের নাম ও ঠিকানা দেখতে পাবেন না। তবে, বয়স, লিঙ্গ, রাজ্য ও মোবাইল নম্বরের শেষ 3 ডিজিট দেখা যাবে। এই তথ্য দিয়েই আপনাকে সেই ব্যক্তির পরিচয় যাচাই করতে হবে।