Gamebazz ডেস্ক: বর্তমানে IRCTC অ্যাপে রয়েছে বিশেষ ফিচার। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার গন্তব্যের টিকিট আদৌ কনফার্ম হবে কিনা।ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার কোনও সম্ভবনা কি রয়েছে? তা বোঝার জন্য অবশ্যই একটি IRCTC অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। কারণ শুধুমাত্র IRCTC অ্যাকাউন্টের মাধ্যমেই পুরো বিষয়টি জানতে পারবেন। এর জন্য আলাদা করে কোনও অ্যাপ বা রেলের বুকিং কাউন্টারে যাওয়ার প্রয়োজন নেই।
কীভাবে জানা সম্ভব?
-প্রথমে IRCTC ওয়েবসাইট ওপেন করুন। ক্লিক করুন https://irctc.co.in/nget/train-search।
-এরপর নিজের অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
-তারপর Train অপশনে ক্লিক করে PNR Enquiry অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন একটি পেজ ওপেন হবে। যেখানে PNR নম্বর দিতে হবে।
-PNR নম্বর দিয়ে Get Status অপশনে ক্লিক করুন।
-এরপর নীচে থাকবে একটি অপশন "Click here to get confirmation here"
-ওখানে ক্লিক করলেই জানতে পারবেন আপনার টিকিট ঠিক কত শতাংশ কনফার্ম হওয়ার সম্ভবনা রয়েছে।
-সেখানে PNR দিয়ে চেক করুন আপনার ওয়েটিং টিকিট কনফার্ম হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে কিনা।
মূলত Waiting টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনাগুলি শতাংশ হারে দেখায়। অর্থাৎ 20, 30 শতাংশ ইত্যাদি। তবে এটার অর্থ এমন নয় যে নিশ্চিত হবেই। তবে এর অর্থ, ওই নির্দিষ্ট শতাংশ সম্ভাবনা রয়ছে টিকিট কনফার্ম হওয়ার। অনেক ক্ষেত্রে ওই প্রেডিকশন নাও মিলতে পারে।