2.5 কোটি RATION CARD বাতিল করল কেন্দ্র! আপনারটা সুরক্ষিত তো?



Gamebazz ডেস্ক: গত 5 বছরে প্রায় 2.41 কোটি ভুয়ো রেশনকার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সংসদের প্রশ্নোত্তরে এমনই তথ্য পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এমনিতে ভুয়ো রেশনকার্ডের সংখ্যা নিয়ে ধন্দ ছিলই। কিন্তু তা সেটা যে প্রায় আড়াই কোটির কাছাকাছি তা কেউই বোধহয় আন্দাজ করতে পারেননি।


বিশেষ করে উৎসব মরসুমকে কেন্দ্র করে রেশন কার্ডের সুবিধা আরও 3 মাস বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে সরকার। যা প্রান্তিক মানুষদের জন্য যথেষ্টই আশার খবর। কিন্তু সেই সময়েই ভুয়ো রেশনকার্ড বাতিলের বিষয়টি সংশয়ে রেখেছে বিভিন্ন পক্ষকে। কারণ, আরও কত ভুয়ো রেশনকার্ড রয়েছে দেশজুড়ে, স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্ন উঠেছে।


কেন্দ্রীয় সরকারের এই তথ্য পেশের পরে রাজ্য সরকারগুলিও ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণ ও বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে। অবশ্য তারা ধারাবাহিকভাবে এই কাজ করছিল। কিন্তু কেন্দ্রের তথ্যের পরে সেই কাজেই আরও গতি এসেছে। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই ভুয়ো রেশনকার্ডধারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরপ্রদেশ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের কমিশনার Markday Shahi সমস্ত কালেকটর এবং জেলার সাপ্লাই অফিসারদের বিষয়টির উপরে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সঙ্গে তাঁদের এও বলা হয়েছে, রেশনকার্ড রয়েছে এমন এক গোষ্ঠী তাঁদের সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করে।


যার ফলে আগের দেওয়া তথ্যের সঙ্গে পরবর্তী তথ্যের কোনও মিল থাকে না। যার পরিপ্রেক্ষিতে ভুয়ো রেশনকার্ডধারীদের বিরুদ্ধে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ জমা পড়ছে সরকারের কাছে। জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, 2013 অনুযায়ী ভুয়ো রেশনকার্ডধারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আগামী এক মাসের মধ্যে অন্ত্যোদয় এবং বৈধ রেশন কার্ড যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তারপর যোগ্য গ্রাহকদের রেশন কার্ড দেওয়া হবে।