Gamebazz ডেস্ক: করোনার সময় দেশজুড়ে আবাসন খাতের বিক্রি মুখ থুবড়ে পড়েছিল। কলকাতাও সেক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। কোভিডের ধাক্কা কাটিয়ে এই খাতকে চাঙ্গা করতে ফ্ল্যাট-বাড়ির কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে 2 শতাংশ ছাড়ের কথা ঘোষণা করে রাজ্য সরকার। 2021 সালের জুলাই থেকে স্ট্যাম্প ডিউটিতে 2 শতাংশ ছাড় প্রযোজ্য হয়। প্রথমে এই ছাড়ের মেয়াদ ছিল 2022 -এর 30 সেপ্টেম্বর পর্যন্ত। এবার রাজ্য সরকার সেই মেয়াদ বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করে দিল। মনে করা হচ্ছে, এরফলে এই খাতটি ঘুরে দাঁড়াতে।
নিঃসন্দেহে এই স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ফলে বাড়ি বা ফ্ল্যাট ক্রয়কারীদের জন্য ব্যাপক লাভ হবে। কারণ, 30 লাখ টাকার ফ্ল্যাটে 2 শতাংশ ছাড় পাওয়া গেলে প্রায় 60 হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জের থেকে বাঁচানো যেতে পারে।এই নিয়ে চলতি আর্থিক বছরে দু'বার ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য সরকার। উল্লেখ্য, গত বছরের জুলাইতে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেট যথাক্রমে 2% ও 10% কমানোর ঘোষণা করা হয়েছিল।
ক্রেডাই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সভাপতি সুশীল মোহতা এ প্রসঙ্গে বলেন, "2021 সালে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে যে ছাড় দিয়েছিল তা রিয়েল এস্টেট ক্ষেত্রের পুনরুজ্জীবনে বিরাট ভূমিকা পালন করেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত এই ছাড় অব্যাহত থাকায় আবাসন ক্রেতারা নিজেদের বাড়ি কেনার বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।" এই সিদ্ধান্তের ফলে রাজ্যে আবাসনের বিক্রি বাড়বে বলেও মনে করছেন তিনি।