Gamebazz ডেস্ক: আগামী বছরের শুরুতে বা মাঝামাঝি হতে পারে পঞ্চায়েত ভোট। তবে ভোটের দিন-ক্ষণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এর মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই তালিকা অনুযায়ী, এবারের পঞ্চায়েত ভোটে প্রায় ১৪ হাজার আসন বেড়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার ৬২ হাজার ৪০৪টি আসনে ভোট হবে। গত নির্বাচনে এই সংখ্যাটা ছিল ৪৮ হাজার ৬৫০।
এদিকে ভোটের মুখে রাজ্যের লক্ষাধিক ভোটার কার্ডে ত্রুটি ধরা পড়েছে। দেখা গিয়েছে, একাধিক ভোটার কার্ডে একই ছবি থাকার ঘটনা সামনে এসেছে। নির্বাচন কমিশন এই ঘটনাকে ‘ফটো সিমিলার এন্ট্রিজ’ বলে ব্যাখ্যা করছে। এ রাজ্যে এমন ৯ লক্ষেরও বেশি ত্রুটিপূর্ণ ভোটার কার্ড চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ধরনের ত্রুটিপূর্ণ ভোটার কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ ২৪ পরগনায়।
নির্বাচন কমিশন জানিয়েছে,ভোটের আগে এই ধরের ভোটার কার্ড সংশোধনের কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। অ্যাপের সাহায্যে এই কাজ করবেন তাঁরা। জেলায় জেলায় এমন কার্ড যাচাই ও পরীক্ষা করার তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়ায় ভুয়ো ভোটার কার্ড খুঁজে সেগুলিকে বাতিল করা হবে বলে জানা গিয়েছে।